Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
ভাই আমার ট্রেড সম্পর্কে তেমন কোন ধারণা নেই এ সম্পর্কে আমি সেরকম কোন বিষয়ে ভালোভাবে জানি নাই সেজন্য আমি কিছুই বলতে পারলাম না তবে সিনিয়রভাইদের কমেন্ট গুলো ভালো ভাবে পড়লাম এবং ক্রিপ্ট মার্জিন ট্রেড সম্পর্কে কিছুটা ধারনা পেলাম অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার এই মূল্যবান টপিকের জন্য
ক্রিপ্টোকারেন্সি নিয়ে বিজনেস করবেন বা আর যদি বলেন যে ঝুকি আছে তাহলে বিষয়টা একটু কঠিন হয়ে যায় কারন আমরা জানি যে ক্রিপ্টো জগৎটাই ঝুকিপুর্ণ। এখানে ঝুকি ছাড়া কোন কাজ হয় না। হয়তো কোথাও কম আর কত বেশি। মার্জিন মুলত এর বাংলা শব্দ হল ধার আর ক্রিপ্টোমার্জিন বুঝতেই পারছেন এর অর্থ কি হতে পারে। অর্থাৎ ধার বা ঋন করে যে ট্রেড করা হয় তাকে ক্রিপ্টোমার্জিন বলা হয়। আর এই ধরনের ট্রেডে সবচেয়ে বেশি ঝুকি কেন না আপনি আপনার নিজের সম্পদ নিয়ে যদি ব্যবসায় পরিচালনা করেন সেটি কেমন হবে আর যদি ঋন নিয়ে শুরু করেন তা হলে কেমন হবে। মূলত একধরনের অর্দশ্য পোশার কাজ করবে বলে আমি মনে করি। যা আপনার নিজের সেই সাথে আপনার বিজনেসের ব্যাপক ক্ষতি সাধন করতে পারে। তাই আমার মতে ক্রপ্টোমার্জিন ট্রেড করা কখনই উচিত না।
Quote from: ranaprime on December 12, 2020, 06:24:14 PMক্রিপ্টোকারেন্সি নিয়ে বিজনেস করবেন বা আর যদি বলেন যে ঝুকি আছে তাহলে বিষয়টা একটু কঠিন হয়ে যায় কারন আমরা জানি যে ক্রিপ্টো জগৎটাই ঝুকিপুর্ণ। এখানে ঝুকি ছাড়া কোন কাজ হয় না। হয়তো কোথাও কম আর কত বেশি। মার্জিন মুলত এর বাংলা শব্দ হল ধার আর ক্রিপ্টোমার্জিন বুঝতেই পারছেন এর অর্থ কি হতে পারে। অর্থাৎ ধার বা ঋন করে যে ট্রেড করা হয় তাকে ক্রিপ্টোমার্জিন বলা হয়। আর এই ধরনের ট্রেডে সবচেয়ে বেশি ঝুকি কেন না আপনি আপনার নিজের সম্পদ নিয়ে যদি ব্যবসায় পরিচালনা করেন সেটি কেমন হবে আর যদি ঋন নিয়ে শুরু করেন তা হলে কেমন হবে। মূলত একধরনের অর্দশ্য পোশার কাজ করবে বলে আমি মনে করি। যা আপনার নিজের সেই সাথে আপনার বিজনেসের ব্যাপক ক্ষতি সাধন করতে পারে। তাই আমার মতে ক্রপ্টোমার্জিন ট্রেড করা কখনই উচিত না।হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন কখনো ধার নিয়ে ট্রেড করা উচিত নয় কেননা যদি সেখান থেকে কোনরকম প্রফিট বা লাভ না হয় তাহলে দেখা যাবে যে অনেকটা ক্ষতির মুখে পড়তে হবে কেননা যদি আপনি দার নিয়ে ট্রেড শুরু করেন তাহলে যে টাকা বা অর্থ আপনি ধারা নিবেন সেই অর্থ সুদ দিতে হবে বা তাদের কিছুটা প্রফিট দিতে হবে আর আপনি যদি ট্রেড করে কোন প্রকার লাভবান না হন তাহলে নিজের পকেট থেকে তাদের প্রফিট বা সুদ দিতে হবে আর আপনি যদি একেবারেই লস খান তাহলে তো কোন কথাই নাই তো আমার মনে হচ্ছে যে এ ধরনের ট্রেড করা কখনই উচিত নয়
Quote from: KM Uzzal Hossain on December 12, 2020, 04:57:32 PMআমি যদি ত্রুিপ্টো মার্জিন ট্রেড করতে চাই? ট্রেড এ কি ঝুকি আছে। কেউ জানলে আমাকে বলে সাহায্য করেন।ট্রেড হলো কেনা বেচা করাকে বুঝিয়ে থাকে। আপনি যদি ক্রিপটো কয়েন দিয়ে ট্রেডিং করতে চান তাহলে আপনাকে অবশ্যই ঝুকি নিতে হবে। ঝুকি ব্যতীত কোনো ট্রেড নেই। তবে আপনি মার্জিন ট্রেড করতে চান তাহলে আমি আপনাকে প্রথমে ক্রিপটো বিশ্বের সকল তথ্য ও জ্ঞান লাভ করার জন্য সুপারিশ করবো। কারন আপনি কয়েন সম্পর্কে কোনো ধারনা না জানেন, তাহলে আপনার জন্য ট্রেডিং খুবই ঝুকিপূর্ন হবে। তাই আপনাকে ক্রিপটো কয়েন সম্পর্কে সকল ধারনা নিতে হবে। এবং একটি কয়েন এর অতীত বর্তমান ও গতিবিধি দেখতে হবে। তবে ট্রেড করার জন্য বিন্যান্স প্লাটফর্ম বেছে নিবেন। কারন এটি খুবই নিরাপদ ও সুরক্ষিত। আর মার্জিন ট্রেডে ঝুকি রয়েছে। মার্জিন ট্রেড বলতে কোনো ব্রোকারের থেকে ঋন নিয়ে ট্রেড করা। আর আপনি যদি কারো থেকে ঋন নিয়ে ট্রেড করেন তাহলে কিন্তু সেটি আপনার জন্য আরো ঝুকিপূর্ণ হয়ে গেলো। তবে যাদের ট্রেড করার জন্য পর্যাপ্ত অর্থ নেই তারা ব্রোকারদের থেকে ঋন নেয়। তবে যারা ট্রেড এক্সপার্ট তাদের জন্য মার্জিন ট্রেড করা ভালো হবে। নয়তো নবাগত ট্রেডারদের আমি মার্জিন ট্রেড করার পরামর্শ কখনো দিতে পারিনা
আমি যদি ত্রুিপ্টো মার্জিন ট্রেড করতে চাই? ট্রেড এ কি ঝুকি আছে। কেউ জানলে আমাকে বলে সাহায্য করেন।