Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: May the 4th be with you
হ্যাঁ ভাই মসজিদটি খুবই সুন্দর এবং অনেক মনোরম পরিবেশে রয়েছে ভাই আমিও গিয়েছিলাম এই মসজিদ দেখার জন্য এবং এখানে গিয়ে আমি অনেক আনন্দ পেয়েছি এবং মসজিদটি দেখে খুবই ভালো লাগছে সত্যি বলতে গিয়ে যে কেউ এই মসজিদটি দেখে খুবই আনন্দিত হবে এবং সবার ভালো লাগবে
এই পোস্ট টা ইংলিশ এ জেনারেল সেকশন এ দিলে ভালো হতো। একে তো ক্রিপ্টো রিলেটেড টপিক না তারপরেও জেনারেল এ দিলে বাইরের দেশ এর মানুষরাও জানতে পারতো।
ক্রিপ্টোকারেন্সি রিলেটেড ব্যতীত এখানে আলোচনা করা নিষেধ করা হয়েছে। এই ফোরাম টি খোলা হয়েছে ক্রিপ্টোকারেন্সি নিয়ে আলোচনা করার জন্য। এখানে কে কোথায় ঘুরে আসলো কি করল না করল, কেমন আছেন, শুভরাত্রি, কথাগুলো বলার জন্য খোলা হয়নি। এরকম পোস্ট তৈরী করা হলে আমাদের মডারেটর বাই অ্যাকশন নিতে বাধ্য হবে। তাই আমি বলেছি মডারেটর বাই জানার আগে টপিকটি এডিট করুন তা না হলে লক করে রাখুন। এখানে সব স্পামিং পোস্ট করা হবে। স্পামিং পোস্ট করা থেকে বিরত থাকতে বলা হয়েছে আমাদের। এক জায়গা থেকে ঘুরে আসছেন সেটা ভালো কথা সেটা এই ফোরামে বলা ঠিক না। আশা করি বুঝতে পারছেন।
Quote from: Churphans on December 16, 2020, 10:16:48 AMQuote from: Istiak on December 16, 2020, 10:13:42 AMএই পোস্ট টা ইংলিশ এ জেনারেল সেকশন এ দিলে ভালো হতো। একে তো ক্রিপ্টো রিলেটেড টপিক না তারপরেও জেনারেল এ দিলে বাইরের দেশ এর মানুষরাও জানতে পারতো।হ্যাঁ ভাই আমি ভাবছি বাড়িতে গিয়ে ইংলিশে লিখে পোস্ট করব যাতে বহিঃবিশ্বের মানুষের মধ্যে মসজিদ নিয়ে কৌতূহল জাগে। ইংরেজিতে পোস্ট করলে বিভিন্ন দেশের মানুষ এ বিষয়ে জানতে পারবে। আমাদের দেশের অনেক মান বাড়বে। তাই সবচেয়ে বেশি ভালো হতো ইংরেজিতে পোস্ট করলে। আপনি ভাই ইংরেজিতে পোস্ট করুন তাহলে অনেক ভালো হবে। অনেক মানুষের মনে কৌতুহল জেগে উঠবে।
Quote from: Istiak on December 16, 2020, 10:13:42 AMএই পোস্ট টা ইংলিশ এ জেনারেল সেকশন এ দিলে ভালো হতো। একে তো ক্রিপ্টো রিলেটেড টপিক না তারপরেও জেনারেল এ দিলে বাইরের দেশ এর মানুষরাও জানতে পারতো।হ্যাঁ ভাই আমি ভাবছি বাড়িতে গিয়ে ইংলিশে লিখে পোস্ট করব যাতে বহিঃবিশ্বের মানুষের মধ্যে মসজিদ নিয়ে কৌতূহল জাগে।
প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যদিও এটি কারেন্সি রিলেটেড পোস্ট নয় তবুও লোভ সামলাতে পারলাম না তাই এই পোস্টটি দিলাম। আজ বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর এর পাথালিয়ার দুইশত এক বিশিষ্ট মসজিদ অত্যন্ত মনোরম পরিবেশে জাঁকজমকপূর্ণ ভাবে প্রস্তুত করা হয়েছে যা না দেখলে বিশ্বাস করতে পারবেন না।