বিটকয়েনের দাম বিশাল শেষ হওয়ার আগেই 20,000 ডলার অতিক্রম করেছে এটা সবার কাছেই খুব অবিশ্বাস্য। বিটকয়েনের দাম বর্তমানে প্রায় 24 হাজার ডলার ।বিটকয়েনের দাম বিশাল পাম্প করবে তা সবাই নধারণা করেছিল কিন্তু এত তাড়াতাড়ি বিটকয়েনের দাম এতটা পাম্প করবে তা কেউ ধারণা করতে পারেনি।বিটকয়েনের মার্কেটের অবস্থা দেখে মনে হচ্ছে 20 সালের মধ্যেই বিটকয়েনের দাম 25 হাজার ডলার ছাড়িয়ে যাবে।