Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
২০২১ সালে বিটকয়েনের মূল্য ৬৯কে তে টার্চ করেছিলো। এখন প্রয় ২০২৩ সার শেষের পথে এখন তা আছে ৪২কে। গতবছর মানে ২০২২ সালের শেষের দিকে এমন একটা অবস্থা হয়েছিলো যে বিটকয়েনের মূল্য হয়েগিয়েছিলো ১৫কে। আশাকরি আগামী কয়েক বছরের মধ্যে বিটকয়েন ১০০ টার্চ করবে।
বর্তমানে বিটকয়েন ২৩ সালের শেষের দিকে এসে এর দাম হয়েছে প্রায় ৪২০০০ ডলার।
বিষয়টা আসলেই গায়ে কাটা দেওয়ার মত কিছু দিনের ব্যবধানে বিটকয়েন হুট করেই তার মার্কেট একদম উপরের দিকে চলে গিয়েছে এবং আশা করা যাচ্ছে ২০২৪ সালে বিটকয়েন 50000 ডলার গিয়ে পৌঁছাবে।
বিটকয়েন আস্তে আস্তে তার আগের অবস্থানে চলে যাচ্ছে এর দাম দিন দিন বেড়েই চলেছে আমার মনে হচ্ছে বিটকয়েন আগের সেই 65000 ডলার এ পৌঁছে যাবে। যেহেতু একেবারেই এর দাম নেমে গেছিল সেখান থেকে আবার আস্তে আস্তে তার আগের রূপ ধারণ করতেছে তার দাম বেড়ে চলেছে। আমরা আশা করব এই মুদ্রাটির দাম বাড়লেই ভালো তাহলে এখানে অনেকেই ইনভেস্ট করতে চায় আর যদি এর দাম কমে যায় ইনভেস্টমেন্টও কমে যায়। বিটকয়েন মার্কেটে বেশি দাম থাকা মানেই অন্যান্য মুদ্রার ও দাম বেশি থাকা তাই আমরা আশা করব ২০২৪ সালে এর দাম আগের রূপে চলে যাক।