অনেক প্রত্যাশা ও অমিত সম্ভাবনার দিগন্ত উন্মোচন করে আরেকটি নতুন সূর্যোদয় হবে। নানা ঘটনা, স্মৃতি, সুখ-দু:খকে পেছনে ফেলে আমরা নতুন একটি বছরে পদার্পণ করব, নতুন বছরের লাল সূর্য আমাদেরকে কালের পরিক্রমায় ২০২১ সালে নিয়ে যাবে আর মাত্র কয়েকটি দিন বাকি। স্বাগত জানাব আরেকটি নতুন বছর ২০২১ সালকে।
ক্যালেন্ডারের নতুন পাতা উল্টে নতুন দিনের নতুন সূর্যকে বরণ করবে বিশ্ব। পৃথিবী প্রতীক্ষায় সোনালি দিনের। ঘড়ির কাঁটায় রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গেই হ্যাপি নিউ ইয়ারকে জানানো হবে জমকালো স্বাগতম। প্রত্যাশা আর সম্ভাবনার স্বপ্ন উঁকি দিচ্ছে প্রতিটি হৃদয়ে। অন্তরে বাজছে, ‘অতন্দ্র আত্মার অমোঘ স্বীকারোক্তি। অসীমের পানে মহাকালের যে যাত্রা, সেখানে সূচিত হবে আরেকটি মাইলফলক। এই যে মহাকালের যাত্রা, সেখানে একেকটি বছর আসে নতুন উদ্দীপনা, নতুন প্রেরণা নিয়ে। আমরা মুছে ফেলি গত হয়ে যাওয়া বছরের গ্লানি, উৎসাহ খুঁজে পাই সুখকর ঘটনাগুলো থেকে, তারপর এগিয়ে যাই অগ্রগতির দিকে।
নতুন এ বছরটি সামগ্রিকভাবে ক্রিপ্টোকারেন্সির জন্যও অনেক বেশি গুরুত্বপূর্ণ। ২০২১ সালে পৃথিবীর প্রত্যেকটি জায়গায় ডিজিটাল সম্ভাবনার দ্বার উন্মোচন হবে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে নতুনকে নিয়ে এগিয়ে চলার আনন্দময় ও উন্নত জীবনের গল্পে এগিয়ে যাব। সবার প্রত্যাশা, নতুন বছর হবে একটি সুখী-সমৃদ্ধ-পৃথিবী। নতুন বছরের কাছে প্রত্যাশা ভালো থাকার, সুন্দর থাকার। বিশেষ করে আমাদের বাংলা ফোরামটা হবে এক অনন্য নিদর্শন। এখানে থাকবে না কোন হিংসা বিদ্বেশ, থাকবে না কোন অসুস্থ প্রতিযোগিতা, থাকবে একে অপরের পাশে দাড়ানোর প্রত্যয়। আমরা চাই আমাদের অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা। আমাদের প্রতেকের হৃদয়ে বেঁচে থাকুক স্বপ্নেরা। পুরনো বছরের ব্যর্থতা ও গ্লানিকে পেছনে ফেলে নবোদ্যমে সোনালি ভবিষ্যতের দিকে এগিয়ে যাব এই হোক আমাদের অঙ্গীকার।
সবার প্রতি রইল ২০২১ সালের অগ্রীম শুভেচ্ছা।