Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
2021 সালে প্রায় সব কয়েনের দাম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।আমার মনে হচ্ছে 2021 সাল ক্রিপ্টোকারেন্সি বাসীদের জন্য সুখময় হয়ে উঠবে। 2020 সাল এবং 2021 সালে মে কয়টা প্রজেক্ট এসেছে তার প্রায় সকল প্রজেক্ট ই সাকসেসফুল হয়েছে।
2021 সালে প্রত্যেকটা কয়েনের অবস্থা অনেক ভালো হবে। বর্তমান বাজারে বেশিরভাগ কয়েন গুলোর দাম বৃদ্ধির প্রতিশ্রুতি রয়েছে। বাজারের অবস্থা রমরমে। ভাই কিপটা কারেন্সি ব্যবহারকারীদের জন্য 2021 সাল সর্বোচ্চ উপযুক্ত সময় বলে আশা করি।
বাজারে বিটকয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে altcoin গুলোর দাম বর্তমান সময়ে খুব একটা বৃদ্ধি পাচ্ছে না। তবে সবাই অনুমান করছে বিটকয়েনের দাম বৃদ্ধির পরে altcoin গুলোর দাম বৃদ্ধি পাবে। বর্তমান বাজারে শুধু bitcoin and Ethereum এর দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে। আপনার মূল্যবান মতামত প্রকাশ করুন।
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি বাজারে প্রত্যেকটা কয়েনের অবস্থা অনেক ভালো। বিটকয়েন এর দাম বৃদ্ধি পেয়েছে। সেই সাথে অন্যান্য ক্রিপ্টোকারেন্সি গুলোর দাম অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। তাইতো ক্রিপ্টো বাজারের অবস্থা বর্তমানে অনেক জাঁকজমকপূর্ণ।