অনেকেই বাউন্টি এবং এয়ারড্রপ সম্পর্কে অনেক কিছু জানিয়েছেন আমি আবার নতুন করে জানলাম
উত্তর: নতুন সকল ব্লকচেইন প্রজেক্ট তাদের প্রচারের জন্য কিছু ক্যাম্পেইন করে থাকে, যেখানে প্রজেক্টটি সকল প্রচারকারীকে তাদের নিজস্ব ক্রিপ্টো টোকেন বা কয়েন পারিশ্রমিক হিসেবে দিয়ে থাকে। এয়ারড্রপে সাধারণত প্রজেক্টের সোশাল মিডিয়াগুলো ফলো/লাইক করতে হয় এবং বাউন্টির কাজগুলো বেশি সময় নিয়ে সম্পন্ন করতে হয়। বাউন্টিতে সাপ্তাহিক নির্দিষ্ট সংখ্যক সোশাল মিডিয়ার পোষ্টগুলো লাইক ও শেয়ার করতে হয়। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে, (১)এতে প্রজেক্টের কি লাভ এবং (২) আমরা কেনই বা এই কাজটি করব। তার উত্তর হলো (১) প্রজেক্টটির যেহেতু অর্থের দরকার উন্নয়ন কাজের জন্য ও এই জন্য যদি তারা একজন ফ্রিল্যান্সারকে এসইও (SEO ) কিংবা সোশাল মিডিয়া মার্কেটিং (SMM) কাজের জন্য মনোনয়ন করে । তাহলে তারা হয়ত যথেষ্ট অর্থ উত্তোলন করতে পারবে না, কারণ ইনভেস্টররা/বিনিয়োগকারীরা প্রজেক্টের সোশাল মিডিয়া অবশ্যই দেখবে এবং যাচাই করবে যে, প্রজেক্টের কতগুলো সাপোর্টার আছে ও কতটা জনপ্রিয়। তাই প্রজেক্টগুলো তাদের প্রজেক্ট সম্পর্কে বিটকয়েনটক ফোরামে তাদের একটি ANN পোষ্ট তৈরি করে এবং এয়ারড্রপ ও বাউন্টি চালু করে। এতে একদিকে প্রজেক্টি কম খরচে যেমন তাদের প্রচার করে নিচ্ছে, তেমনি প্রচারকারীরা তাদের কাজের জন্য প্রজেক্টির ক্রিপ্টো টোকেন পাবে, যেটি পরবর্তীতে এক্সচেঞ্জে লিস্ট হলে প্রচারকারীরা তাদের কাজের পারিশ্রমিক সম্পূর্ণরূপে নিজেদের হাতে পেয়ে যাবে। এইভাবে প্রজেক্ট তাদের প্রচার করে এবং প্রচারকারীরা/বাউন্টিতে কাজ করা ব্যবহারকারীরা তাদের কাজের মাধ্যমে ফ্রিতে ক্রিপ্টোকারেন্সি ইনকাম করতে পারে