Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: May the 4th be with you
হ্যা অদ্ভুত ই বটে তবে অবাক হয়নি। তবে বিটকয়েন যে হারে বাড়তেছে আমার মনে পড়ে যাচ্ছে ২০১৭ সালের কথা। তখনো এরকম ভাবে দাম বেড়েছিল কিন্তু পরের বছর বড় ধরনের ধস নামে। এখন আবার তার পুনরাবৃত্তি হয় কিনা এমন একটা আশংকা থাকছেই।
এইটা কেমনে সম্ভব এতো ট্রেড এর মধ্যে এইটা বজায় রাখা ৩৩,৩৩৩.৩৩ ডলার ২৪ ঘন্টায় সর্বোচ্চ দাম। বিষয়টা সত্যি অবাগ করার মতো আমি দেখে শুধু কিছুক্ষন চেয়ে রইলাম আর ভাবলাম। বিটকয়েন আর কত খেলা দেখাইবো। এটা দেখে আপনার অনুভূতি কি?
বিটকয়েন কারো কাছে থাকলে হোল্ড করুন।সারা পৃথিবীব্যাপী অর্থনীতির অবস্থা পরিবর্তন হবে। তাই কয়েনের বাজার বৃদ্ধি পাবে।