আমরা তো সবাই জানি বিটকয়েনের প্রাইস সর্বোচ্চ 20,000 ডলার। ফোন বিটকয়েনের প্রাইস যতই বৃদ্ধি পাবে একটা করে নতুন রেকর্ড গড়ে উঠবে। আজকে সর্বোচ্চ বিটকয়েন প্রাইস উঠেছিল 40 হাজার ডলার। কিন্তু কিছুক্ষণ পরেই আমরা দেখেছি বিটকয়েনের প্রাইস হালকা কিছু কমেছে। বিটকয়েন প্রাইস হয়তো 2021 সালের মাঝামাঝি সময়ের মধ্যেই 50 হাজার ডলার অতিক্রম করবে।