বর্তমানে ইথেরিয়াম এর সবগুলো ভাল দিক এর মধ্যে অন্যতম একটি বিরক্তিকর এবং খারাপ দিক হলো অতিরিক্ত গ্যাস ফ্রি।ধরুন আপনি কোন ক্যাম্পেইন করে অল্প সংখ্যক পেমেন্ট পেয়েছেন এবং আপনি সেই পেমেন্ট উইথ ড্র করতে চাচ্ছেন।তখন আপনি দেখতে পেলেন যে আপনার ওয়ালেট এর ব্যালেন্স এর তুলনায় গ্যাস ফ্রি দ্বিগুণ তখন আপনি কি করবেন। আমার মনে হয় না যে আপনি আপনার পকেটের টাকা দিয়ে গ্যাস ফ্রি দিবেন। অনেকে হয়তো এই সমস্যার জন্য অল্প প্রেমেন্ট উইথড্র করে না।