Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
আমরা সবাই জানি বাংলাদেশ ক্রিপ্টোকারেন্সি অবৈধ। কিন্তু সরকারের চোখ ফাঁকি দিয়ে আমরা সবাই একটি ব্যবহার করছি। আমাদের সবাইকে ক্রিপ্টোকারেন্সি লেনদেন নিয়ে সতর্ক থাকতে হবে। কারণ ইতিমধ্যে সাইবার টিম গুলো ক্রিপ্টোকারেন্সির দিকে বেশি নজর দিচ্ছে।
বিটকয়েন বাংলাদেশ লেনদেন অবৈধ। বিটকয়েন এমন একটি মুদ্রা যেটা তৃতীয় পক্ষ দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এটি সরকারের থাবা থেকে মুক্ত। যেহেতু বাংলাদেশে বিটকয়েন লেনদেন অবৈধ সেজন্য আমাদের সবারই খুবই সতর্কতার সাথে বিটকয়েন লেনদেন করতে হবে। আমি এই নিউজ টা দেখার পর সত্যিই হতবাক হয়ে গেছি। সত্যি বলতে কি বাংলাদেশ সরকার এই বিটকয়েন থেকে কোন ট্যাক্স পায়না।এবং বাংলাদেশে যদি বিটকয়েন কে বৈধতা দিয়ে দেয়। তাহলে দুর্নীতির হার বৃদ্ধি পাবে বলে বাংলাদেশ সরকারকে সমর্থন করে না তো আমাদের সবারই উচিত হবে একটু সতর্ক হয়ে লেনদেন করা।
Cryptocurrency লেনদেন করার সময় অবশ্যই সবাইকে সর্তকতা অবলম্বন করতে হবে। অনেক সময় দেখা যায় অনেক নিউজ যে আমাদের সাথে নির্দ্বিধায় লেনদেন করতে পারেন কখনোই তাদের সাথে লেনদেন করতে যাবে না কারণ তারা অবশ্যই সরকারি গোয়েন্দা বিভাগের লোক হতে পারে। অবশ্যই আমাদেরকে সতর্ক সাথে লেনদেন করতে হবে তা না হলে সরকারি কোন লোকের কানে খবর পৌঁছালে বিপদ হতে পারে।এ পর্যন্ত বিটকয়েনের বৈধতা না হয় সে পর্যন্ত সবাইকেই সতর্কতার সাথে কাজ করতে হবে।