হা, এটা ফোরামের রুলস। তাই কাউকে পিএম দেওয়ার আগে একটা পিএম এ সবকিছু গুছিয়ে লিখতে পারলে কাউকে একাধিক পিএম দেওয়া লাগেনা। এটা পরবর্তীতে এডমিনকে সাজেশান বক্সে পরামর্শ দেওয়া যেতে পারে বাড়ানোর জন্য। যদি এডমিন এটা ভালো মনে করেন তাহলে বাড়াতে পারেন লিমিট। তবে আমার মনে হয়-লিজেন্ডারী মেম্বাররা ৩ টা দিতে পারে ঘন্টায়। আসলে এভাবে চেক করা হয়নি কখনো। যারা চেক করেছেন তারা তাদের মন্তব্য শেয়ার করতে পারেন।