আমরা ইদানিং অনেকে কয়েন এবং টোকেনের মধ্যে তালগোল পাকিয়ে ফেলি বিশেষকরে যারা ইনভেস্টর তারা কয়েনে ইনভেস্ট করতেছে নাকি টোকেনে ইনভেস্টমেন্ট করতেছে বুঝতে পারিনা যার কারনে কোনটার দাম বাড়বে বা কমবে সেটা সিদ্ধান্ত নিতে ভূল হয়।
সত্যিকার ভাবে বলতে গেলে বাজারে কয়েন সবসময় মূল্যবান সম্পদ যেটার উপর আমরা ইনভেস্ট করার সময় নির্ভর করতে পারি।
কয়েন: কয়েন হচ্ছে এমন একটা সম্পদ যাদের নিজস্ব ব্লকচেইন আছে এবং তাদের কাজকর্ম নিজেদের ব্লকচেইন ফাংশন মতো হয়ে থাকে। যেমন বিটকয়েন, লাইটকয়েন, ইথারিয়াম ইত্যাদিকে আমরা কয়েন বলতে পারি কারন তাদের নিজস্ব ব্লকচেইন ফাংশন আছে।
টোকেন: আর টোকেন হলো অন্যদের ব্লকচেইনের উপর নির্ভর করে গড়ে উঠে। যেমন ইথারিয়াম ব্লকচেইনের উপর যে টোকেনগুলো গড়ে উঠে তাদের ইআরসি-২০ টোকেন বলে। তেমনিভাবে নিউ ব্লকচেইনের উপর যে টোকেন গড়ে উঠে তাদের বলে এসইপি-৫ টোকেন।
আশাকরি আপনাদের সবার আর কয়েন/টোকেন বুঝতে অসুবিধা হবেনা এই পোষ্ট পড়ার পর থেকে। সবার মূল্যবান মতামত আশাকরছি এবং ভালো লাগলে কারমা দিতে ভূল করবেন না
