Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
FRX বাউন্টির ১ম সপ্তাহের শেষ দিন আজকে। তাই যারা সিগনেচার ও সোস্যাল করতেছেন তারা ১ম সপ্তাহের লিংক জমা দিয়ে দিন।আমি ইতিমধ্যেই লিংক জমা দিয়ে দিয়েছি।লিংক জমা দেওয়ার ফর্ম= https://forms.gle/5VN5y9XYQe8675Q27
FRX বাউন্টি আসছে অলটকয়েন্সটকে। পাটিসিপেন্ট লিমিটেড। যারা বাউন্টি করতে চান, তারা দ্রুত জযেন করুন।বাউন্টি লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=188442.0টুইটার: ৩০০টেলিগ্রাম: ২০০মিডিয়াম: ১০০সিগনেচার: ১৫০ জন নিবে।বাউন্টি বাজেট: ৬০কে ডলার সমপরিমান টোকেন।বাউন্টি সময়কাল: ৪ সপ্তাহ।
অনেকেই বলছেন যে এটি নাকি ভাল প্রজেক্ট হবে। তবে জানি না আসলে কি হবে। সম্পূর্ণ ডিপেন্ড করে ওনারের উপর। তারা কি চায়। আর মাত্র এক সপ্তাহ বাকি আছে। তারপর প্রজেক্ট এর নির্ধারিত কাজ শেষে হয়ে যাবে।
অনেকের কাছেই শুনছি যে FRX বাউন্টি ভাল হবে আর কেউ বলে যে হবে না। দ্বিমত থাকতেই পারে। তবে আমার লজিক হল যেহেতু এই প্রজেক্টটি একজন নতুন ম্যানেজার প্রথম শুরু করেছে এখানে কেন জানি মনে হয় ভালই হতে পারে।
এই বাউন্টির আমরা একেবারে শেষ সপ্তাহে এসে পৌছেছি। আগামি 17 তারিখ এটার লাস্ট ডেট। আশা করি প্রজেক্টি সাকসেস হবে। দেখা যাক কি হয়। আরও কিছুদিন ওয়েট করতে হবে।