লো-কোয়ালিটির পোস্ট, স্পামিং, কপি পেস্ট, মাল্টিপল আইডি না থাকলে আমার মনে হয় না যে কোন সিনিয়র ভাই আমাদের নেগেটিভ কারমা দেবে বা পেনাল্টি দেবে। আমাদের সকলেরই উচিৎ সব সময় ভালো মানের পোস্ট করা, স্পামিং না করা, কপি পেস্ট থেকে বিরত থাকা এবং মাল্টিপল আইডি না চালানো। আর এগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমাদের নেগেটিভ কারমা বা পেনাল্টি খেতে হবে না।