ফেরামের নিয়ম সম্পর্কে দয়া করে কেউ আমাকে হেল্প করতে পারবেন?
প্রথমত বলবো টপিক তৈরি করার সময় টপিকের হেডিংটা অবশ্যই সুন্দর এবং নম্র ভাষায় করার চেষ্টা করতে হবে। ফোরামের নিয়ম সম্পর্কে
কিছু বলে যান-এরকম টপিক দেখলে যে কারোরই খারাপ লাগার কথা। তাই এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। আমারা কাউকে কমান্ড বা আদেশসূচক বাক্য বলবো না, বরং অনুরোধ ও বিনয়মূলক বাক্য বলার চেষ্টা করবো।

• প্রতিদিন এখানে সর্বোচ্চ কয়টা পোস্ট করতে পারব।
• সর্বনিম্ন কয়টি শব্দ ব্যবহার করতে হবে একটি পোস্টে।
• যদি আমি ৩-৫ মিনিট পরপর পোস্ট করি তাহলে কি একাউন্টের কোন সমস্যা হতে পারে।
• আরো অজানা তথ্য যারা জানেন তারা বলে যান
*আপনি প্রতিদিন 2 থেকে 5 টি পোস্ট করবেন।
*আপনি মিনিমাম 100 থেকে 200 শব্দ ব্যবহার করতে পারবেন
*আপনি যদি তিন থেকে পাঁচ মিনিট পর পর পোস্ট করেন তাহলে আপনার একাউন্টের কোন ক্ষতি হবে না। আপনি যদি প্রতিদিন 3 থেকে 5 টি পোস্ট করেন এবং পোস্ট এর কোয়ালিটি অনেক ভাল হলে তাহলে আপনার একাউন্টের কোন ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই।
*আপনাকে ফোরামে আজেবাজে পোস্ট করা থেকে দূরে থাকতে হবে।যেমন আজেবাজে পোস্ট গুলো হল আপনার পোস্টটা অনেক ভালো হয়েছে আপনার পোষ্ট থেকে আমি অনেক কিছু শিখতে পারলাম এগুলো পোস্ট করবেন না। এই সমস্ত পোস্ট অনেকগুলা করার চেয়ে সারাদিনে দুই একটা পোস্ট যদি ভালো মানের করেন তাহলে অনেক ভালো হয়।
অনেক সুন্দর ভাবে গুছিয়ে বলেছেন ভাই। এরপরে আর তেমন কিছু বলার নেই।
প্রথম অবস্থায় প্রতিদিন অল্প করে পোস্ট করা আর বেশি বেশি পড়া, জানা। তারপর যখন ফোরামের বেসিক নিয়মকানুন যানতে পারবে তখন পোস্ট সংখ্যা বাড়াতে পারবে-তাতে কোন সমস্যা নেই। যদি পোস্টগুলো মানানসই হয়। নির্দিষ্ট কোন নিয়ম নেই কত পোস্ট করা যাবে, কত পোস্ট করা যাবেনা, তবে সব কথার এক কথা যেটা আপনি বললেন-পোস্ট মানসম্মত হতে হবে।