দূর্নীনি নেই কোন সেক্টরে? সবখানে দূর্নীতি আছে। মানি লন্ডারিং আছে। তারা শুধু মনে করতেছে বিটকয়েনকে অনুমোদন দিলে মানিলন্ডারিং বাড়বে, আসলে বছরে হাজার হাজার কোটি টাকা তো বিটকয়েনকে অনুমোদন না দিয়েও বিশ্বের বিভিন্ন দেশে পাচার করতেছে সরকারি আমলা মন্ত্রীরা। আমাদের পাশ্ববর্তী প্রতিবেশি বন্ধু দেশ ভারতও ক্রিপ্টো অনুমোদন করেছে সেখানে আমাদের দিতে দোষ কোথায়? আসলে আমাদের তখন টনক নড়ে যখন সবাই মাঠে নেমে গোল মেরে চিল্লাইতে শুরু করে আনন্দ উল্ল্যাস করে তখন ঘুম ভাঙে।