আমি আগষ্ট 2017 সালে ক্রিপ্টোকারেন্সী সম্বন্ধে জানতে পারি এবং ফোরামে জয়েন করে কাজ করতে থাকি। জয়েনের কিছুদিন পর থেকে মার্কেটের করুন অবস্থা দেখলাম এবং আশা নিরাশার মধ্য দিয়ে ফোরামে কাজ করতে থাকি। একবার ভেবেছি এই মার্কেট হয়তো বেশীদূর আগাবেনা তবে নিরাশ হয়ে হাল ছেড়ে দেইনি কখনো। বাউন্টিও করে গেছি যদিও বেশীরভাগ বাউন্টি থেকে পেমেন্ট পাইনি বা পাইলেও তেমন কোন কাজে আসেনী। তবে আমি জয়েনের পর থেকে যা পেয়েছি তা নিয়ে সন্তুষ্ট এবং সামনে হয়তো ভাগ্যে থাকলে আরো ভালো কিছু হবে।
আপনাদের ক্রিপ্টোকারেন্সী জীবন এবং অভিজ্ঞতা বলবেন তাতে হয়তো সবাই ফোরামে কাজ করার আরো উৎসাহ উদ্দীপনা পাবে।