Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
ইদানিং একটা বিষয় খুব লক্ষ্য করলাম যে প্রায় সব বাংলাদেশী চ্যানেল ই বিটকয়েন নিয়ে আলোচনা করতেছে। এটা একদিকে শুভ লক্ষণ অপর দিকে আবার অশুভ লক্ষণ। কারণ শুভ লক্ষণ এই জন্যই যে, এটা নিয়ে যত বেশী আলোচনা হবে ততই সরকারের টনক নড়বে এবং এটা নিয়ে বাস্তবায়নের উপায় খুঁজবে অপরদিকে যদি উল্টো চিন্তা করে তাহলে আমাদের জন্য খুবই চিন্তার বিষয়।আপনাদের সুচিন্তিত মতামত দিবেন।
গতকালের রিপোর্ট টি দেখেছি কিন্তু দেখে আমার কাছে পজিটিভ মনে হয় নি। কারণ পুরো খবর জুড়েই ভুল ভাল তথ্য দিয়েছে। বিটকয়েনে নাকি অন্ধকার জগত, কি হাস্যকর। তাহলে আমেরিকা, জাপান সব অন্ধকার জগতে আছে আর বাংলাদেশ আছে ডিজিটাল যুগে। হাস্যকর
আমি মনেকরি বাংলাদেশের যে টিভি চ্যানেল গুলো বিটকয়েন নিয়ে নিউজ করছে তারাই বিটকয়েন সম্পর্কে ভালো জানেনা। তাই তারা এর ভালো দিকগুলো দেখতেই পায়না। শুধু বিটকয়েনের নেগেটিভ দিক নিয়ে নিউজ করছে। অথচ ইউরোপ, আমেরিকার ভালো ভালো দেশ এটার বৈধতা দিচ্ছে। এই পন্ডিত গুলোর জন্য সরকার ও এর প্রতি অনেকটা নেগেটিভ। আমি মনেকরি আমাদের সরকার এসব নিউজকে গুরুত্ব না দিয়ে তারা এর পজেটিভ দিক বিবেচনা করে বিটকয়েনকে বৈধতা দেবে।
Quote from: Lutera94 on January 27, 2021, 07:56:30 AMগতকালের রিপোর্ট টি দেখেছি কিন্তু দেখে আমার কাছে পজিটিভ মনে হয় নি। কারণ পুরো খবর জুড়েই ভুল ভাল তথ্য দিয়েছে। বিটকয়েনে নাকি অন্ধকার জগত, কি হাস্যকর। তাহলে আমেরিকা, জাপান সব অন্ধকার জগতে আছে আর বাংলাদেশ আছে ডিজিটাল যুগে। হাস্যকরআরো বলছে বিটকয়েন পেতে নাকি ডার্ক ওয়েবে প্রবেশ করতে হয়। তা ছাড়া নাকি বিটিসি আর্ন বা মাইনিং করা যায় না। তারা কি যে বোঝে না তাও বোঝে না। সাংবাদিকরা রিপোর্ট খুইজা পায় না। জা পায় আরো একটু বানাইয়া নিউজ শুরু কইরা দেয়।
ইদানিং একটা বিষয় খুব লক্ষ্য করলাম যে প্রায় সব বাংলাদেশী চ্যানেল ই বিটকয়েন নিয়ে আলোচনা করতেছে। এটা একদিকে শুভ লক্ষণ অপর দিকে আবার অশুভ লক্ষণ। কারণ শুভ লক্ষণ এই জন্যই যে, এটা নিয়ে যত বেশী আলোচনা হবে ততই সরকারের টনক নড়বে এবং এটা নিয়ে বাস্তবায়নের উপায় খুঁজবে অপরদিকে যদি উল্টো চিন্তা করে তাহলে আমাদের জন্য খুবই চিন্তার বিষয়।আপনাদের সুচিন্তিত মতামত দিবেন।[/quoteঅবশ্যই আপনার কথায় লজিক আছে।কার এটা পুরো পুরি সরকারের উপর নির্ভর করছে কারন যুদি সরকার বিষয় টা নেগেটিভ ভাবে নেয় তাইলে আমাদের জন্য অনেক বড় দুঃখের বিষয় আর যুদি সরকার পজিটিভ ভাবে দেখে তাহলে বিষয় টা আমাদের জন্য সুখবর। ধন্যবাদ ]
বিটকয়েন নিয়ে যে আলোচনা হচ্ছে চ্যানেলগুলোতে তা দেখলে চোখে পানি আসে কারণ যারা রিপোর্ট করতেছে তারা বিটকয়েন কি তাই জানেনা ভালো করে। উল্টো পাল্টা নিউজ করে আবালের মতই। নিউজ করার আগে অন্তত ঘাটাঘাটি করে নিউজ করা উচিৎ। সরকারের উচিত এখনই বিটকয়েন নিয়ে ভাবা যাতে ফ্রিল্যাঞ্চাররা যা আয় করে তারা কিভাবে বৈধভাবে দেশে আনতে পারে তার ব্যবস্থা করা। এতে করে সরকার যেমন ট্যাক্স পাবে তেমনি ফ্রিল্যাঞ্চাররা বৈধভাবে দেশে আনতে পারবে টাকাগুলো।
Quote from: babu10 on January 27, 2021, 07:32:55 AMইদানিং একটা বিষয় খুব লক্ষ্য করলাম যে প্রায় সব বাংলাদেশী চ্যানেল ই বিটকয়েন নিয়ে আলোচনা করতেছে। এটা একদিকে শুভ লক্ষণ অপর দিকে আবার অশুভ লক্ষণ। কারণ শুভ লক্ষণ এই জন্যই যে, এটা নিয়ে যত বেশী আলোচনা হবে ততই সরকারের টনক নড়বে এবং এটা নিয়ে বাস্তবায়নের উপায় খুঁজবে অপরদিকে যদি উল্টো চিন্তা করে তাহলে আমাদের জন্য খুবই চিন্তার বিষয়।আপনাদের সুচিন্তিত মতামত দিবেন। সাংবাদিকদের তো আর খেয়ে দেয়ে কাজ নাই। ওনারা আছে রিপোর্ট লিখলেই তো ইনকা চ্যানেলে প্রকাশ করতে পারলেই চ্যানেলের শুনাম। কিন্তু এটা বিস্তারিত জানেনা বিটকয়েন টা আসলে কি। উন্নত দেশগুলোতে শুধু শুধু বিটকয়েন অনুমোদন দেয়া হয়নি। আমি মনে করি সরকারের আওতায় বিটকয়েন কে বৈধ করা উচিত আমাদের বাংলাদেশ। কারণ বাংলাদেশ এখন অনেক ডিজিটাল। বর্তমান সময়ে যদি বিটকয়েন কে বৈধ করা হয় বাংলাদেশের তাহলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অনেক উন্নতি হবে। প্রচুর বৈদেশিক মুদ্রা আসবে বিদেশ থেকে।
Quote from: Mj joy on January 27, 2021, 05:13:21 PMQuote from: babu10 on January 27, 2021, 07:32:55 AMইদানিং একটা বিষয় খুব লক্ষ্য করলাম যে প্রায় সব বাংলাদেশী চ্যানেল ই বিটকয়েন নিয়ে আলোচনা করতেছে। এটা একদিকে শুভ লক্ষণ অপর দিকে আবার অশুভ লক্ষণ। কারণ শুভ লক্ষণ এই জন্যই যে, এটা নিয়ে যত বেশী আলোচনা হবে ততই সরকারের টনক নড়বে এবং এটা নিয়ে বাস্তবায়নের উপায় খুঁজবে অপরদিকে যদি উল্টো চিন্তা করে তাহলে আমাদের জন্য খুবই চিন্তার বিষয়।আপনাদের সুচিন্তিত মতামত দিবেন। সাংবাদিকদের তো আর খেয়ে দেয়ে কাজ নাই। ওনারা আছে রিপোর্ট লিখলেই তো ইনকা চ্যানেলে প্রকাশ করতে পারলেই চ্যানেলের শুনাম। কিন্তু এটা বিস্তারিত জানেনা বিটকয়েন টা আসলে কি। উন্নত দেশগুলোতে শুধু শুধু বিটকয়েন অনুমোদন দেয়া হয়নি। আমি মনে করি সরকারের আওতায় বিটকয়েন কে বৈধ করা উচিত আমাদের বাংলাদেশ। কারণ বাংলাদেশ এখন অনেক ডিজিটাল। বর্তমান সময়ে যদি বিটকয়েন কে বৈধ করা হয় বাংলাদেশের তাহলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অনেক উন্নতি হবে। প্রচুর বৈদেশিক মুদ্রা আসবে বিদেশ থেকে।ভাই সাংবাদিকদের দোষ দিয়েতো লাভ নাই। তারাও পেটের দায়ে কাজ করে আমাদের মত। তবে সুচিন্তিত সাংবাদিকতার বড় অভাব বাংলাদেশে এটা বলতে পারেন। এখন আসলে সব জায়গাতেই রাজনীতি ঢুকে গেছে তাই তারাও ইচ্ছা করলেও সত্যবাদী সাংবাদিকতা করতে পারেনা অথবা তা করতে গেলে জীবন চলে যায়।তাই সরকার যা করে তা জ্বী হুজুর বলে চালিয়ে নিতে হয় তা যেই সরকারই আসুক।