Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
STUDENT COIN বাউন্টি পোস্ট হয়েছে আজকে।পাটিসিপেন্ট লিমিটেড তাই দ্রুত জয়েন করুন।বাউন্টি লিংক= https://www.altcoinstalks.com/index.php?topic=190000.0বাউন্টি চলবে= ১২ সপ্তাহ$1 মিলিয়ন সমপরিমান টোকেন।
স্টুডেন্ট কয়েন বাউন্টিতে অনেক সদস্য জয়েন করেছে তবে আমি জানিনা যে কিসের জন্য অনেককেই সিটার লেখা হয়েছে যদি কোন সিনেমার ভাই জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে হেল্প করবেন।
সবাই বলছে এই bounty অনেক অনেক বেশি পরিমাণে প্রেমেন্ট করবে মালাম ভাই আপনার কাছে আমি জানতে চাই বুঝছি এইবার সর্বশেষ আপডেট টা কি এবং এটি কেমন পরিমাণ অ্যামাউন্ট পেতে পারি আমরা।
Quote from: mahid on February 10, 2021, 08:34:46 AMএই প্রজেক্টে জয়েন হওয়ার ইচ্ছা থাকা সত্যেও জয়েন হতে পারি নাই। তবে স্লট যদি ফাকা হয় তাহলে চেস্টা করা যেত। কিন্তু সেটারও তেমন কোন নিশ্চয়তা নেই। ম্যানেজার বলে যে আরও নতুন ক্যাম্পেইন আসছে সেগুলোও ভাল প্রজেক্ট। তাই নুতন প্রজেক্ট আসলে সেখানে কাজ করব। তবে প্রজেক্ট টি অল্পদনেই ভাল কমিউনিটি তৈরী করে ফেলেছে।এটার আগেও ১ রাউন্ড এসেছে। পেমেন্টও দিয়েছে, আমি সেলও করেছি। তাই এটা দ্বিতীয় রাউন্ড। পাটিসিপেন্ট লিমিটেড। তাই যদি জয়েন না করে থাকেন তাহলে পরের বাউন্টির জন্য অপেক্ষা করতে হবে।
এই প্রজেক্টে জয়েন হওয়ার ইচ্ছা থাকা সত্যেও জয়েন হতে পারি নাই। তবে স্লট যদি ফাকা হয় তাহলে চেস্টা করা যেত। কিন্তু সেটারও তেমন কোন নিশ্চয়তা নেই। ম্যানেজার বলে যে আরও নতুন ক্যাম্পেইন আসছে সেগুলোও ভাল প্রজেক্ট। তাই নুতন প্রজেক্ট আসলে সেখানে কাজ করব। তবে প্রজেক্ট টি অল্পদনেই ভাল কমিউনিটি তৈরী করে ফেলেছে।
ভাই এই প্রজেক্টে জয়েন হওয়ার সময় কী এখনো আছে। অনেকেই দেখলাম এই প্রজেক্ট সম্পর্কে অনেক ভালো ভালো ফিডব্যাক দিয়েছেন।তাদের ফিডব্যাক শুনে আমি অনেক আগ্রহী হয়েছি এই প্রজেক্টে জয়েন হওয়ার জন্য। যদি সময় বা পার্টিসিপেন্ট এখনো থাকে তাহলে ভাই দয়া করে আমাকে জানাবেন।