বাংলা ফোরামে কেউ লো কোয়ালিটি পোস্ট করলে কিংবা কপি পেস্ট করলে কিংবা কাউকে কটাক্ষ করলেও কেউ কাউকে নেগেটিভ কারমা দিবেন না। আপনারা দয়া করে কেউ কারো ছোট খাটো ভুল দেখেই নেগেটিভ কারমা দিতে যাবেন না। এক কথায় নেগেটিভ কারমা দিবেন না।
কমেন্টের ডানপাশে Report to Moderator অপশনে গিয়ে রিপোর্ট করুন।

মডারেটররা বা ফোরাম কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন। অযথা আপনার নেগেটিভ কারমা দিতে গিয়ে কেন আইডিটাকে সমস্যায় ফেলবেন? এছাড়া সবাই সবার প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে। কারো ভুল দেখলে তাকে সুন্দর করে সুন্দর ভাষায় আমরা বুঝিয়ে বলবো। তাহলেই দেখা যাবে তিনি সংশোধন হয়ে যাবেন। কারো প্রতি রাগ, ক্ষোভ দেখিয়ে কাউকে সংশোধন করা যায়না।
তাই আসুন কাউকে নেগেটিভ কারমা না দিয়ে ফোরামটাকে সুন্দর করে গড়ে তুলি যেখানে সবাই সবাইকে আপন ভাবতে শুরু করবে, সুন্দর কাজের পরিবেশ তৈরি হবে। সর্বপরি ফোরামে আমাদের সুনাম বাড়বে।