এটি বলার বাকি রাখে না যে, ক্রিপ্টোমার্কেট চরম হাইপে রয়েছে এবং সকলেই এই হাইপে যোগদান করতেছে। তবে মজার বিষয় হলো, MrBeast এর সর্বশেষ টুইটেরপুল অনুযায়ী অনেক ফলোয়ার জানে না যে বিটকয়েন/ক্রিপ্টোকারেন্সি জিনিসটা কি? আর এই বিষয়টি প্রমাণ করে যে, শীঘ্রই মার্কেটে নতুন ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাবে এবং বিটকয়েনসহ অন্যান্য ক্রিপ্টোকারেন্সির আরো উদ্ধগতি শুরু হবে এবং ভবিষ্যৎ অবশ্যই ভালো ।