Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: May the 4th be with you
লোকাল বোর্ডগুলোর মধ্যে ফিলিপাইনকে পিছনে ফেলে বাংলাবোর্ড বর্তমানে ৪র্থ স্থানে অবস্থান করতেছে। সামনে আছে তুর্কি এবং ইন্দোনেশিয়ান বোর্ড। রাশিয়ান বোর্ড এর কথা বাদ দিলাম কারণ তাদের পোস্ট সংখ্যা প্রায় ৩ লক্ষ যা এই ফোরামের মোট পোস্টের ৩০ শতাংশ। লোকাল বোর্ডের মধ্যে শীর্ষে আছে তারা। তাই তাদের কথা বাদ দিয়ে তুর্কি এবং ইন্দোনেশিয়ান এই দুই লোকাল বোর্ডকে পেছনে ফেলতে হলে আমাদের কতদিন টাইম লাগতে পারে বলে আপনি মনে করেন? সবাই ভোট দিন ও মতামত জানাতে পারেন।
যদি বাংলা বোর্ডের সব মেম্বার একসাথে পোস্ট এবং টপিক তৈরি করে তাহলে অল্প কিছুদিনের মধ্যে বাংলা সেকশন দ্বিতীয় রেঙ্ক এ যেতে পারবে। আমাদের সবার উচিত একসাথে পোস্ট করা। ফর্মটা আমাদের নিজের মনে করে কাজ করা। আমরা সবাই বাংলা সেকশন এর জন্য যথেষ্ট চেষ্টা করে যাবো দ্বিতীয় স্থানে নেওয়ার জন্য।
Quote from: Malam90 on February 01, 2021, 09:27:03 AMলোকাল বোর্ডগুলোর মধ্যে ফিলিপাইনকে পিছনে ফেলে বাংলাবোর্ড বর্তমানে ৪র্থ স্থানে অবস্থান করতেছে। সামনে আছে তুর্কি এবং ইন্দোনেশিয়ান বোর্ড। রাশিয়ান বোর্ড এর কথা বাদ দিলাম কারণ তাদের পোস্ট সংখ্যা প্রায় ৩ লক্ষ যা এই ফোরামের মোট পোস্টের ৩০ শতাংশ। লোকাল বোর্ডের মধ্যে শীর্ষে আছে তারা। তাই তাদের কথা বাদ দিয়ে তুর্কি এবং ইন্দোনেশিয়ান এই দুই লোকাল বোর্ডকে পেছনে ফেলতে হলে আমাদের কতদিন টাইম লাগতে পারে বলে আপনি মনে করেন? সবাই ভোট দিন ও মতামত জানাতে পারেন।আমি তো দেখছি বাংলাবোর্ড যে গতিতে চলছে এটাতে আশা করা যায় ১/২ মাসের মধ্যে বাংলা বোর্ড নাম্বার ১ এ চলে যাবে যাতে করে আমরা বাংলা ভাষাভাষিদের একটাই দাবি এক নাম্বার এ যাওয়া সেই আশা পূর্নতা পাবে।আমরা সবাই একসাথে বাজ করবো ইনশাল্লাহ। যাতে করে আমরা দ্রুততম সময়ের মধ্যে ১ নাম্বারে চলে যেতে পারি।
আমার মনে হয় দ্বিতীয় রেংকে যেতে আমাদের এক বছর সময় লাগতে পারে। কারণ এখন সিনিয়র মেম্বার রা বাংলা বোর্ডে আসেন না। সিনিয়র মেম্বাররা যদি বাংলা ফোরামে না আসে।তাহলে আমাদের দ্বিতীয় রেংকে যেতে অনেক সময় লেগে যাবে। আমার মতে সিনিয়র মেম্বার রা যোদি বাংলা ফোরামে আসে।তাহলে অল্প দিনের মধ্যেই আমরা দ্বিতীয় রেংকে উঠে যাব।