Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
আমি একটা মাইনাস কারমা পাইছি এইটা উঠানোর কোনো ব্যবস্থা আছে কি?.
বাংলাদেশের members দের জন্য একটা telegram group চালু করলে মনে হয় ভালো হয়। সেখানে সবাই সবার সমস্যা নিয়ে আলোচনা করতে পারবে। আর যদি এমন কোন group থাকে তাহলে জানাবেন দয়া করে।
হুম আপনি ঠিক কথা বলেছেন। আমরা যারা নতুন আছি। তারা তো সব বিষয়ে পাকা না। আমরা কিছু আপনাদের কাছে থিকা শিখবো আর এলাকাই যারা বরো ভাই আছে তাদের কাছে থিকা শিখবো
যার যে বিষয়ে জানতে মন চায় সার্চ করুন গুগলে গিয়ে। সব পাবেন সেখানে। এছাড়া ফোরামের বিভিন্ন পোস্ট পড়ুন। আপনার অধিকাংশ উত্তর পাবেন। এরপরেও যদি না পান তাহলে টপিক খুলে প্রশ্ন করুন। কিন্তু একটা বিষয় আমি খেয়াল করছি সেটা হলে-নতুন কিছু ভাই দেখলাম কমেন্ট করতেছেন এরকমই- সিনিয়র ভাইয়েরা অবশ্যই সাহায্য করবেন, আমাদেরকে সাহায্য করুন, সিনিয়র ভাইদের জুনিয়রদের সাহায্য করা উচিৎ ইত্যাদি।আপনাদের বলছি এরকম কমান্ডমূলক কমেন্ট করবেন না। নিজের মাতৃভাষায় কমেন্ট করবেন সেখানে বিণয় যদি না বুঝেন তাহলে ইংরেজিতেও তো তাই করবেন। এছাড়া কমান্ডমূলক বাক্য বলা কিছুটা অভদ্রতার শামিল। আপনারা অনুরোধমূলক বাক্য বলবেন। সিনিয়র যারা আছেন তারাও আপনাদের জন্য চেষ্টা করে যাচ্ছেন- তাই তাদের প্রতি সম্মানমূলক আচরন করুন। সিনিয়র ভাইদেরও আপনাদের সম্মান রেখে কথা বলার জন্য অনুরোধ করছি। অর্থাৎ সবাই সবাইকে সম্মান রেখে কথা বলার জন্য আহবান করছি।সবাই সবার স্থান থেকে এগিয়ে আসুন, ফোরামকে সুন্দর কাজের পরিবেশ তৈরিতে সহযোগীতা করুন।