Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলনমাস্ক তা আমরা সবাই জানি।2020 সালের শেষে যেভাবে বিটকয়েনের দাম বেড়েছে তা আসলেই ঈর্ষান্বিত যা সর্বকালের সব রেকর্ড ভেঙেছে। তবে 2021 সালে আবার তা কিছুটা কমে যায় কিন্তু সম্পতি এক টুইট বার্তায় ইলনমাস্ক বিটকয়েনকে সাপোর্ট করেন এবং নিজের পেজ এ হেসট্যাগ বিটকয়েন লাগিয়ে দেন। গবেষকরা বলেছেন তার পরথেকেই আবার বিটকয়েনের দাম বাড়ছে।আপনাদের মতামত আশাকরি।
এটি সত্য যে, বিশ্বের শীর্ষধনী ব্যক্তি হিসেবে ইলন মাস্কের এমন একটি কাজ বিটকয়েনকে উদ্ধগতির দিকে নিয়ে যাচ্ছে। কারণ ইলন মাস্কের এমন কাজের পূর্বে বিটকয়েনের টেকনিক্যাল এনালাইসিসে একটি বেয়ারিস ডাইভারজেন্স তৈরি হয়েছিল আর তখন বিটকয়নকে সেই মূল্যে ট্রেড হওয়া আবশ্যক ছিল , যদি বিটকয়েন এমন উদ্ধগতির দিকে চলতে চায়। আর ইলনমাস্কের এমন উদ্দ্যোগে এটি সফল হয়েছে এবং তিনি একটি সাক্ষাৎকারে অনুতাপ প্রকাশ করেছেন যে, বিটকয়েনে তার তখনই বিনিয়োগ করা উচিত ছিল, যখন তার বন্ধু বিটকয়েনের লোগোসহিত একটি কেক পাঠিয়েছিল।