বর্তমান সময়ে বিটকয়েন এবং ইথিরিয়াম এর প্রাইস ব্যাপক বৃদ্ধি পাচ্ছে।এখন আমি মনে করি বিটকয়েনের প্রাইস অল্প কিছুদিনের মধ্যেই 50 হাজার ডলার যাবে যেভাবে বিটকয়েনের প্রাইস বৃদ্ধি পাচ্ছে। এবং ইথিরিয়াম এর প্রাইস খুব তাড়াতাড়ি 2000 ডলার অতিক্রম করবে।
কিন্তু আমার মূল কথা হচ্ছে বিটকয়েন এবং ইথিরিয়াম এর প্রাইস হঠাৎ করে আবারো এতটা বৃদ্ধি পাওয়ার মূল কারণ গুলি কি??
দয়া করে সকল সিনিয়র ভাইয় যারা আছে সবাই আলোচনা করবেন এতে করে যেন সমস্ত নতুন ইউজার রা এই সম্পর্কে ধারণা পেরে যায়। কি কারনে মূলত বিটকয়েন এবং ইথিরিয়াম এর প্রাইস হঠাৎ করে আবারো বাড়তে শুরু করেছে।
এখানে কয়েকটা কারন আছে বলে মনে করি যেমন
01. করোনাকালীন সময়ে বিকল্প উপর্জনের জন্য ডিজিটাল কারেন্সিতে বিনিয়োগ করা।
02. যুক্তরাষ্ট্র এবং সুইস ব্যাংক এ বিটকয়েনকে কাসটোডি হিসাবে গ্রহণ করা।
03. 2017 সালের পর থেকে দীর্ঘদিন মাকেটে অস্থিরতা
04. বিটকয়েনের জনপ্রিয়তা বৃদ্দি পাওয়া।
05. তৃতীয় পক্ষের কোন হস্তক্ষেপ না থাকা এবং সর্বশেষ
06. ইলনমাস্ক এর মতো ধনী ব্যক্তিদের ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করা।