একটা বিষয় লক্ষ করলাম আমরা হরহামেশাই বাংলায় লিখতে গিয়ে ইংরেজীকে বাংলায় লিখে দিয়ে যাচ্ছি যা অনেক রক্তের দামে কেনা মাতৃভাষার প্রতি অবজ্ঞার সামিল। পৃথিবীতে ভাষার জন্য একমাত্র আমরাই রক্ত দিয়েছি এবং সেই ভাষার প্রয়োগের প্রতি আমাদের নজর অবশ্যই দিতে হবে। লিখতে গিয়ে যদি কোন ইংরেজী শব্দের কথা মনে পড়ে একটু চিন্তা করলেই বাংলা শব্দটা বেড়িয়ে আসে যেটা আমি আমার ক্ষেত্রেও দেখেছি। আমিও অনেক জাযগায় ইংরেজী শব্দ লিখেছি কিন্তু এখন থেকে চিন্তা করেছি আর না লিখার তাতে বাংলা ভাষাকে অন্তত সন্মানটুকু করতে পারব।
ভাই আপনার কথা আমার অনেক ভাল লেগেছে। কিন্তু একটি বিষয় হচ্ছে, কৃপ্টো জগতে লিখে কাউকে কিছু বলতে বা বুঝাতে চাইলে তা সহজ অর্থে বুঝানোর জন্য অনেক সময় ইংরেজিকে বাংলা করে লিখতে হয়।

যা বাংলায় লিখলে অনেকে বুঝেনা। এই জন্য লিখি।
কিন্তু আরেকটা কথা হচ্ছে ফোরামে অনেকে আছে উল্টাপাল্টা বাংলিশ লিখে তাদের পোস্ট গুলা দেখলে মেজাজ খারাপ হয়ে যায়।
