সিনেটে নতুন প্রস্তাব পাশ!
এখন থেকে কারমা দিতে পারবেন নূন্যতম সিনিয়র মেম্বার র্যাংক থেকে।
আগে ১২০ একটিভিটি হলে কারমা দিতে পারতো।
১২০ একটিভিটিতে এক সময় সিনিয়র মেম্বার র্যাংক ছিলো। পরে আপডেট করা হলে ফুল মেম্বার হয় ১৩৬ একটিভিটিতে এবং সিনিয়র মেম্বার র্যাংক করা হয় ৩১০ একটিভিটিতে।
র্যাংকের জন্য একটিভিটি ১২০ থেকে ৩১০ করা হয়েছিলো কিন্তু কারমার জন্য একটিভিটি বাড়ানো হয়নি।
তাই এটার পক্ষে বিপক্ষে অনেক আলোচনার পর
৩৮ ভোটের মধ্যে সর্বাধিক ২২ ভোট পেয়ে চুড়ান্ত হলো যে এখন থেকে কারমা দিতে হলে নূন্যতম সিনিয়র মেম্বার র্যাংকধারী হতে হবে।
এর মধ্যে সিনেটরদের ভোট কে কোন প্রস্তাবে ভোট দিছেন-
হিরো মেম্বার এবং তদূধ্ব ভোট= hair, dragononcrypto, Zed0x
সিনিয়র মেম্বার এবং তদূর্ধ্ব ভোট= Mbah Jenggot, Malam90, CryptoGirl, alltalk, heyod hewow
থাকুক ফুল মেম্বার এবং তদূর্ধ্ব ভোট= MrSpasybo, bubbalex, mnixxo, epidemia
র্যাংক ভিত্তিক কারমা সিস্টেমে আগ্রহ নেই= trendcoin
এর অর্থ সিনিয়র মেম্বার এবং তদূর্ধ্ব (যারা হিরো এবং উর্দ্ধে ভোট দিয়েছেন সহ) ৯ ভোট পেয়েছেন। অন্যান্য মিলে মোট ২২ ভোট পেয়েছেন।
সিনেট প্রস্তাবের ইংরেজি টপিক লিংক:
https://www.altcoinstalks.com/index.php?topic=190651.0