
=> বর্তমান প্রেসিডেন্ট
dragononcrypto
=> বর্তমান ভাইস প্রেসিডেন্ট
Mbah Jenggotসভাপতির তালিকা:১স প্রেসিডেন্ট:
mnixxo [এপ্রিল ২০২০- জানুয়ারী ২০২১]
২য় প্রেসিডেন্ট:
dragononcrypto [জানুয়ারী ২০২১ থেকে বর্তমান]
ভাইস প্রেসিডেন্টদের তালিকা:১ম ভাইস প্রেসিডেন্ট:
Mbah Jenggot [জানুয়ারী ২০২১ থেকে বর্তমান]
সচারাচর জিজ্ঞাসিত প্রশ্নসমূহ:কে প্রথম প্রেসিডেন্টের সিদ্ধান্ত নিয়েছিলো? ভোটিং এর মাধ্যমে গ্লোবাল মডরা।
কে ২য় প্রেসিডেন্টের সিদ্ধান্ত নিয়েছিলো?
নির্বাচিত সিনেটররা ক্রিপ্টো সিনেটে
একটি নির্বাচনের মাধ্যমে
কে প্রথম ভাইস প্রেসিডেন্ট এর সিদ্ধান্ত নিয়েছিলো? প্রেসিডেন্টের প্রস্তাবে
অধিকাংশ ভোটে নির্বাচন করা হয়েছে।
পরবর্তী প্রেসিডেন্ট কে নির্বাচন করবে? বর্তমান সিনেটররা, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে মডরা এবং ফোরামের সকল মেম্বাররা।
কত দিন পর নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা হয়? আমরা আশা করছি প্রতি ৬ মাস পরপর অথবা সিনেটররা আরো আগে চাইলে।
কেন একজন প্রেসিডেন্ট প্রয়োজন? এটা একটা সম্প্রদায়, কিন্ডারগার্টেন ক্লাস নয়, তাই একটা সম্প্রদায় কর্তৃপক্ষ ছাড়া চলতে পারেনা। এবং এটা প্রয়োজন যখন আপনি ক্রিপ্টো প্রমোশন করবেন, ক্ষমতার বন্টন করবেন।
এডমিনের ভূমিকা কি হবে? আমি থাকবো টেকনিক্যাল মানুষ হিসেবে এবং প্রেসিডেন্টকে সহযোগীতা করবো, কিন্তু চুড়ান্ত কথা হচ্ছে সব ব্যবস্থাপনার সিদ্ধান্ত নিবেন প্রেসিডেন্ট।
একজন প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্টকে কি অপসারণ করা যাবে? কিছু ব্যতিক্রম ক্ষেত্রে হা করা যাবে, যেমন বিশ্বাস ভঙ্গ করা, ব্যবহারকারীদের ডাটাকে অপব্যবহার করা, অসৌজন্যমূলক ব্যবহার ইত্যাদি।
প্রেডিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং এডমিনের দায়িত্ব:দায়িত্ব এবং কর্তব্য পরিবর্তন যোগ্য
প্রেসিডেন্ট হচ্ছে সম্প্রদায়ের প্রেসিডেন্ট বা সভাপতি।তাই প্রেসিডেন্টকে নিম্নোক্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়-
-মডদের পদোন্নতি বা অবনতি
-প্রতিযোগীতার বিজয়ী এবং গিভওয়ে বিজয়ীদের বাছা্ই করা
-একটিভিটির বিচারে মডদের পুরস্কৃত করা
-নীতিমালা এবং নীতিমালা পরিবর্তন
-শাস্তি এবং -কারমা অপসারন
ভাইস প্রেসিডেন্ট হচ্ছে সম্প্রদায়ের ভাইস প্রেসিডেন্ট বা সহ সভাপতি।তাই ভাইস প্রেসিডেন্টকে নিম্নোক্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়-
-টিম কর্তৃক আনিত বিজ্ঞাপন এবং অংশীদারিত্ব থেকে প্রাপ্ত আয় বন্টন (২০-৩০% রাখা হবে ফোরামের জন্য)
-নীতিমালা এবং নীতিমালা পরিবর্তন প্রেসিডেন্টকে সহযোগীতা করা
-জনগণ এবং মডারেটরদের অনুরোধ নিয়ে কাজ করা
প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের যৌথ কাজ-মডদের পদোন্নতি এবং অবনতি বাছাই করা
-উদ্ধাবন এবং প্রচার করা
প্রেসিডেন্ট এবং এডমিনের যৌথ দায়িত্ব:-স্পামের বিরুদ্ধে লড়াই করা
-যখন সেকশনে মড নিষ্ক্রিয় হয় তখন সখানে মড নিয়োগ দেওয়া
এডমিনের দায়িত্ব:-বিভিন্ন সময়ের বন্টন এবং উত্তোলন সম্পাদন করা
-এডমিন সরাসরি ফোরামে বিজ্ঞাপন বিক্রি করতে পারবেন, অথবা ফোরামকে বিপননের জন্য ব্যবহার করতে পারবেন, কিন্তু আমি এডমিন কর্তৃক বিভিন্ন চ্যানেল থেকে বিজ্ঞাপনের মাধ্যমে প্রাপ্ত আয় কমিউনিটির মধ্যে বন্টন করা হবেনা যেটা পূর্বে বলা হয়েছে তদরুপ হবেনা। প্রাপ্ত আয় এডমিন নিজে সব রাখতে পারবেন, ফোরামের উন্নতিতে ব্যবহার করতে পারবেন বা ফোরামের ফান্ডে রাখতে পারবেন।
-যোগ/বিয়োগ বোর্ডের পরিবর্তন
-ফোরামের টেকনিক্যাল বিষয়ের উপর কাজ করা
-ফোরামের অর্থ, নিজের অর্থ দিয়ে ফোরামের জন্য মার্কেটিং করা।
ইংরেজি টপিক লিংক=
https://www.altcoinstalks.com/index.php?topic=148614.0