আমরা এতদিন মার্কেটের্ ভালো অবস্থানে যাওয়ার জন্য প্রার্থনা করেছি এবং চিন্তা করেছি মার্কেট ভালো হলে আমরা কিছু না কিছু পাব প্রতিটি প্রজেক্ট হতে। কিন্তু বর্তমানে সেই আশা সেগুড়ে বালি। কারন টোকেন/কয়েন ট্রানজেকশান ফি এত বেড়েছে যেটা মার্কেট বাড়া আর কমান সমান হয়ে গেলো। গতকাল আমি একটা কয়েন ট্রানজেকশান করতে গেলাম 50 ডলার ট্রানজেকশান ফি চাইল তাহলে আমি পাবই বা আর কয় টাকা আর প্রেজেক্ট করে লাভই বা কি হলো।
ভাই মার্কেটের ভালো অবস্থান আমাদের জন্য সবসময় মঙ্গলজনক। কিন্তু সমস্যা হচ্ছে একটাই। সেটা হচ্ছে, ইথিরিয়াম (ethereum) গ্যাস ফি বেশি।
ইথিরিয়াম (ethereum) কর্তৃপক্ষ বলেছিল, ইথিরিয়াম ২.০ আপগ্রেডের পর ইথিরিয়াম (ethereum) গ্যাস ফি অনেকটা কমে আসবে। এটা কমে আসার সম্ভাবনা ছিলো। কিন্তু না আসার কারণ, হচ্ছে DeFi প্রজেক্ট বৃদ্ধি এবং ডিসেন্ট্রালাইজ (decentralize) এক্সেঞ্জের ব্যবহার বৃদ্ধি পাওয়া। মার্কেটের ওভার ট্রাঞ্জেকশন এর কারণে ফি এর পরিমান ও বেশি হয়ে যাচ্ছে। আর এজন্য ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা।
ডিসেন্ট্রালাইজ (decentralize) এক্সেঞ্জের ব্যাবহার যতদিন থাকবে ততদিন, আমাদের এইভাবেই পার করতে হবে।

বি.দ্র: ডিসেন্ট্রালাইজ (decentralize) এক্সেঞ্জ হচ্ছে:
1. UniSwap
2. 1inch
3. MooniSwap ইত্যাদি।