হ্যাঁ ঠিক ভাই। বিশ্বের বড় ধনীরা কৃপ্টো নিয়ে পজিটিভ কথা বলছে এবং ইনভেস্ট করছে এটা কৃপ্টোকারেন্সি এর জন্য একটি ভালো বিষয়। কিন্তু এদের মতিগতি ধরা আমাদের পক্ষে সম্ভব নয়। হয়তো এমনও হতে পারে যে, ইলন মাস্ক তার সব বিটকয়েন বিক্রি করে দিয়ে টুইট করবে যে আমি বিটকয়েনকে নিরাপদ মনে করিনা। দেখবেন এর সাথে সাথেই বাজারে ধ্বস নামবে। এখন দেখার বিষয় সে আরও কি কি করে। যদি খারাপ কিছু না করে তাহলে আমাদের জন্য মঙ্গল জনক।