এই পোষ্ট করার থেকে না করা অনেক ভালো। একবার চিন্তা করে দেখেন তো যে আপনার পোষ্ট এ তেমন কোনো গঠনমূলক আলোচনা আছে কি না?
আসলে তারা কি থেকে কি প্রশ্নের উত্তর দেবে এটার কোন ঠিক নেই। পোস্ট করলেই মনে করেন পোস্ট বেশি হয়ে গেল এরকম চিন্তা ভাবনা নিয়ে হয়তো পোস্ট করে আমার মনে হয়। কারণ একটা পোস্ট করার আগে অবশ্যই বুঝে শুনে প্রশ্নের উত্তর দিতে হবে শুধু হ্যাঁহু করে গেলেই হয় না।
ভাই সব জায়গায় কি একই অবস্থা? এর আগে আমি বিটকয়েন ফোরামে ছিলাম সেখান থেকে এই দিকে অগ্রসর হলাম। বিটকয়েনটক ফোরামে যদি কোন এলোমেলো পোস্ট হয় সেটা মডারেটররা ডিলিট করে দেয়। কিন্তু এইখানে এই বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে না যেটা অপ্রয়োজনীয় পোস্ট কোন মূল্যবান আলোচনা নেই সেই পোস্টটা ডিলিট করা হয়না.
ট্রাষ্ট ওয়ালেট এর ভালো বা খারাপ কোনো দিকই তো আপনি তুলে ধরলেন না। ধরেন আপনার কাছে ট্রাষ্ট ওয়ালেট অনেক ভালো লাগে, এই ভালো লাগার পেছনে তো লজিক্যাল একটা কারন আছে তাই না?
আপনি যে তাকে এত সুন্দর করে হিমস দিয়ে দিয়ে বুঝিয়ে দিলেন সে হয়তো এটা বুঝতেই পারেনি। এবং কি আমি দেখতে পাচ্ছি আপনি পোস্ট করার পরে তাকে বিভিন্ন ধরনের সাজেশন দেওয়ার পরেও সে কোন রিপ্লাই পোস্ট করেনি। কেন এরকমটা করে আমি বুঝলাম না?
যেমন ধরেন অমুক ওয়ালেটে এটা নাই, কিন্তু ট্রাষ্ট ওয়ালেটে এটা আছে। এজন্যই তো আপনার কাছে ট্রাষ্ট ওয়ালেট ভালো লাগছে, তাই না? গঠন মূলক আলোচনা ছাড়া আপনি যদি শুধু মাত্র পোষ্ট বাড়ানোর জন্য এসব পোষ্ট করেন, মনে রাখবেন যে এভাবে স্প্যাম করে কখনোই ভালো কিছু করতে পারবেন না।
সে ওয়ালেট সম্পর্কে কোন কিছু ভালোভাবে জানেই না বা তার কোন আইডিয়া নাই অন্য কোন ওয়ালেট সম্পর্কে এই ওয়ালেট গুলোতে কি ধরনের সুবিধা অসুবিধা আছে। এরকম পোস্ট না করাই ভালো এরকম পোস্ট করে আমার মনে হয়না তারা ভালো কিছু করতে পারবে এবং কি আপনারা যারা মডারেটর আছেন তাদেরও এই পোস্টগুলো দেখা প্রয়োজন এই পোস্টগুলো এখানকার জন্য ভালো দেখা যায় না তাই এরকম এলোমেলো পোস্ট মুছে ফেলা ভালো আমার মনে হয়।