Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
Quote from: babu10 on February 23, 2021, 04:20:13 PMQuote from: Yahoo88 on February 23, 2021, 11:18:52 AMবর্তমান মার্কেট প্রাইস যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে বিট কয়েনের মূল্য হ্রাস পেতে শুরু করেছে। কিন্তু হঠাৎ করেই বিটকয়েন ডাম্পিং করার পেছনের কারন যদি কেউ জেনে থাকেন তাহলে দয়া করে জানিয়ে যাবেন। কিন্তু বিটকয়েন এর দাম কমতে কমতে কতদূর পর্যন্ত আসতে পারে বিশেষজ্ঞদের মতামত চাচ্ছি।এটাকে আমরা দুই ভাবে বিবেচনা করতে পারি যেমন বিটকয়েনের দাম অনেক বেড়ে গিয়েছিলো যার কারনে মার্কেট কারেকশান হচ্ছে অন্যদিকে থেকে চিন্তা করলে ইলনমাস্কের টুইট। সে ক্রিপ্টোকারেনেসি মার্কেটটাকে পুরুদস্তুর ব্যবসায়িক হিসাবে নিয়েছে যেই কারনে সে হয়তো মার্কেট আপ ডাউন করাচ্ছে যেই কারনে হয়তো মার্কেট যদি তার আরেকটা টুইট বার্তার কারনে যদি আগের অবস্তানে ফিরে যায় আমরা অবাক হবোনা। তাই এত হতাশ হবার কিছুই নেই মার্কেটে ইনভেস্ট করলে একটু অপেক্ষা করতেই হবে।ভাই আপনি একদম ঠিক কথা বলেছেন আমার মনে হচ্ছে কারণ বিটকয়েনের তো সবসময় দাম ওঠানামা উপরেই থাকে তাই হতাশ হবার কিছু নেই আমি কিছু ডলার ইনভেস্ট করেছি বাইনান সেইগুলো নিয়ে একটু চিন্তিত ছিলাম কিন্তু না এটাই এবং বিশেষজ্ঞরা বলেছেন কোনদিন উঠানামা সারা থাকেন এবং আমি সবসময় দাম বৃদ্ধি এবং এর মধ্য দিয়েই তৈরি হয়েছে এবং এটি এমনি এমনি ভাবে তৈরি করা হয়েছে।ধৈর্যের ফল অবশ্যই অবশ্যই পাবেন দেখা যাক কি হয়।
Quote from: Yahoo88 on February 23, 2021, 11:18:52 AMবর্তমান মার্কেট প্রাইস যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে বিট কয়েনের মূল্য হ্রাস পেতে শুরু করেছে। কিন্তু হঠাৎ করেই বিটকয়েন ডাম্পিং করার পেছনের কারন যদি কেউ জেনে থাকেন তাহলে দয়া করে জানিয়ে যাবেন। কিন্তু বিটকয়েন এর দাম কমতে কমতে কতদূর পর্যন্ত আসতে পারে বিশেষজ্ঞদের মতামত চাচ্ছি।এটাকে আমরা দুই ভাবে বিবেচনা করতে পারি যেমন বিটকয়েনের দাম অনেক বেড়ে গিয়েছিলো যার কারনে মার্কেট কারেকশান হচ্ছে অন্যদিকে থেকে চিন্তা করলে ইলনমাস্কের টুইট। সে ক্রিপ্টোকারেনেসি মার্কেটটাকে পুরুদস্তুর ব্যবসায়িক হিসাবে নিয়েছে যেই কারনে সে হয়তো মার্কেট আপ ডাউন করাচ্ছে যেই কারনে হয়তো মার্কেট যদি তার আরেকটা টুইট বার্তার কারনে যদি আগের অবস্তানে ফিরে যায় আমরা অবাক হবোনা। তাই এত হতাশ হবার কিছুই নেই মার্কেটে ইনভেস্ট করলে একটু অপেক্ষা করতেই হবে।
বর্তমান মার্কেট প্রাইস যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে বিট কয়েনের মূল্য হ্রাস পেতে শুরু করেছে। কিন্তু হঠাৎ করেই বিটকয়েন ডাম্পিং করার পেছনের কারন যদি কেউ জেনে থাকেন তাহলে দয়া করে জানিয়ে যাবেন। কিন্তু বিটকয়েন এর দাম কমতে কমতে কতদূর পর্যন্ত আসতে পারে বিশেষজ্ঞদের মতামত চাচ্ছি।
ক্রিপ্টোকারেন্সি এটাই নিয়ম একবার বাজার উঠবে আবার বাজার নামবে। ক্রিপ্টোকারেন্সি বাজার কেউ নিয়ন্ত্রণ করতে পারে না, ক্রিপ্টোকারেন্সি তার নিজের গতিতেই চলে। বিটকয়েনের দাম বর্তমানে কিছুটা ডাম্পিং করছে। আপনি আর কিছুদিন অপেক্ষা করুন বিটকয়েনের দাম আবার পাম্প করা শুরু করবে। সময়ের সাথে সাথে মুদ্রার দাম ওঠানামা করবে এটাই স্বাভাবিক। ক্রিপ্টোকারেন্সি কে বোঝা বড়ই মুশকিল।
বিটকয়েনের প্রাইস এর দাম কমবে বাড়বে এটাই স্বাভাবিক কারণ কোনভাবে কখনো সম্ভব নয় যে স্টাবল কয়েনের মতো নির্ধারিত থাক। যদি কয়েনের দাম নির্ধারিত থাকে তবে ক্রিপ্টোকারেন্সি কোন জনপ্রিয়তা থাকবে না যার কারণে দাম কম বেশি হবে এটা স্বাভাবিক। কয়েনের দাম কমবে বাড়বে তা না হলে ইনভেস্ট রা কোনভাবেই এখান থেকে বেনেফিত পাবেনা। তাই কয়েনের দাম কমবে বাড়বে এটা সাধারন ঘটনা।