Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: May the 4th be with you
Quote from: Malam90 on February 28, 2021, 01:35:23 PMQuote from: Fighter on February 28, 2021, 09:17:59 AMবিটকয়েন গণনার একক সাতোশি নাকি ডলার সেটা আমি জানিনা। সিনিয়র ভাইরা সঠিক করে বলুন যে কোনটা বিটকয়েন গণনার একক। তবে আমি ডলারে ভোট সাবমিট করেছি।অনেকেই উত্তর দিয়েছেন। কমেন্টস করার আগে সব মন্তব্যগুলো সুন্দর করে পড়বেন, তারপর কোন প্রশ্ন থাকলে তখন মন্তব্য করবেন ভাই। যে প্রশ্নের উত্তর অনেকেই দিয়েছেন সে বিষয়ে জানতে চাওয়া কোন ভাবেই কাম্য নয়। আশা করছি সামনে এমন জানতে চাওয়ার আগে সুন্দর করে সব মন্তব্য গুলো পড়বেন। ধন্যবাদ আমাদের একটা সমস্যা হলো। আমাদের মধ্যে কেউ সচেতন না। যেমন পোস্ট করার আগেই কেউ ভালোভাবে সিনিয়রদের উত্তর পড়েনা।আমি মনে করি সবার সিনিয়রদের পোস্ট গুলো ভালোভাবে লক্ষ্য করা উচিত। যাতে প্রত্যেকটা বিষয় সম্পর্কে ভালো ধারণা নিতে পারে।
Quote from: Fighter on February 28, 2021, 09:17:59 AMবিটকয়েন গণনার একক সাতোশি নাকি ডলার সেটা আমি জানিনা। সিনিয়র ভাইরা সঠিক করে বলুন যে কোনটা বিটকয়েন গণনার একক। তবে আমি ডলারে ভোট সাবমিট করেছি।অনেকেই উত্তর দিয়েছেন। কমেন্টস করার আগে সব মন্তব্যগুলো সুন্দর করে পড়বেন, তারপর কোন প্রশ্ন থাকলে তখন মন্তব্য করবেন ভাই। যে প্রশ্নের উত্তর অনেকেই দিয়েছেন সে বিষয়ে জানতে চাওয়া কোন ভাবেই কাম্য নয়। আশা করছি সামনে এমন জানতে চাওয়ার আগে সুন্দর করে সব মন্তব্য গুলো পড়বেন। ধন্যবাদ
বিটকয়েন গণনার একক সাতোশি নাকি ডলার সেটা আমি জানিনা। সিনিয়র ভাইরা সঠিক করে বলুন যে কোনটা বিটকয়েন গণনার একক। তবে আমি ডলারে ভোট সাবমিট করেছি।
Quote from: Dark Knight on February 24, 2021, 06:14:34 AMবিটকয়েন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল মুদ্রা। আমার কাছে মনে হয় বিটকয়েন গণনার একক হল ডলার।বিটকয়েন গণনার একক সাতুশি, ডলার নয়। ডলার হচ্ছে আমেরিকান মুদ্রা। আর বিটকয়েন হচ্ছে ভার্চুয়াল মুদ্রা। টাকার একককে যেমন পয়সা বলা হয়, তেমনি বিটকয়েনের একক হচ্ছে সাতুশি।১ সাতুশি = ০.০০০০০০০১ বিটকয়েন।১০ সাতুশি = ০.০০০০০০১ বিটকয়েন।১০০ সাতুশি = ০.০০০০০১ বিটকয়েন।১,০০০ সাতুশি = ০.০০০০১ বিটকয়েন।১০,০০০ সাতুশি = ০.০০০১ বিটকয়েন।১ লক্ষ সাতুশি = ০.০০১ বিটকয়েন।১০ লক্ষ সাতুশি = ০.০১ বিটকয়েন।১ কুটি সাতুশি = ০.১ বিটকয়েন।১০ কুটি সাতুশি = ১ বিটকয়েন।কৃপ্টো নিয়ে কাজ করতে হলে এগুলো জানা জরুরী। ভবিষ্যতে নাহয় ঝামেলায় পড়বেন।
বিটকয়েন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল মুদ্রা। আমার কাছে মনে হয় বিটকয়েন গণনার একক হল ডলার।
ব্রাদার আমি যেটা মনে করি বিটকয়েন গণনার হিসাব হতে পারে সাতোষি। এটা সঠিক কিনা আমি জানিনা কিন্তু আমি ভোট সাবমিট করেছি। ভোট সাবমিট করার পর দেখলাম বেশিরভাগ মানুষ এটা ভোট করেছেন। আসলে এটাই সঠিক উত্তর কিনা দয়া করে জানিয়ে দেবেন।
বিটকয়েন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল মুদ্রা। আর কোন ডিজিটাল মুদ্রা বিটকয়েনের মত জনপ্রিয় নয়। অনেকেই বলেন আমার এতটুকু বিটকয়েন আছে, অতটুকু বিটকয়েন আছে। বিটকয়েন অনেকেই সখের বসে সেই শুরুর দিকে ক্রয় করে আজ মিলিয়নিয়ার হয়ে গেছেন। কিন্তু আমার প্রশ্ন-বিটকয়েন গণনার একক কি? ভোট দিন ও মন্তব্য করুন।