বিটকয়েন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল মুদ্রা। আমার কাছে মনে হয় বিটকয়েন গণনার একক হল ডলার।
বিটকয়েন গণনার একক সাতুশি, ডলার নয়।

ডলার হচ্ছে আমেরিকান মুদ্রা। আর বিটকয়েন হচ্ছে ভার্চুয়াল মুদ্রা। টাকার একককে যেমন পয়সা বলা হয়, তেমনি বিটকয়েনের একক হচ্ছে সাতুশি।
১ সাতুশি = ০.০০০০০০০১ বিটকয়েন।
১০ সাতুশি = ০.০০০০০০১ বিটকয়েন।
১০০ সাতুশি = ০.০০০০০১ বিটকয়েন।
১,০০০ সাতুশি = ০.০০০০১ বিটকয়েন।
১০,০০০ সাতুশি = ০.০০০১ বিটকয়েন।
১ লক্ষ সাতুশি = ০.০০১ বিটকয়েন।
১০ লক্ষ সাতুশি = ০.০১ বিটকয়েন।
১ কুটি সাতুশি = ০.১ বিটকয়েন।
১০ কুটি সাতুশি = ১ বিটকয়েন।
কৃপ্টো নিয়ে কাজ করতে হলে এগুলো জানা জরুরী। ভবিষ্যতে নাহয় ঝামেলায় পড়বেন।