আমার মতে, আপনি নিজেই যদি কোনো কয়েন নিয়ে বিশ্লেষণ করেন, তাহলে লাভ-ক্ষতি যেটিই হোক না কেন। আপনার মনের অবস্থা ভালো থাকবে । আর অন্যের পরামর্শে ক্রয় করা টোকেন/কয়েনে যদি ক্ষতি হয়, তাহলে অনেক দু:খবোধ হবে। তাই আমি আপনাকে ভালো কয়েন/টোকেন বাছাই করার কিছু উপায় বলে দিলাম, বাকিটা আপনার উপর এখন।

(১) যেসব কয়েন পূর্ববর্তী বুলরানের সময় কিংবা ২০১৭-১৮ সালে মার্কেটে নতুন এসেছিল। সেই কয়েনগুলো লম্বাসময়ের জন্য ক্রয়ের চিন্তা করিয়েন না। কারণ সেইসকল প্রজেক্টের টিম টোকেনগুলো এখন আনলক হবে এবং ভালো মূল্যে প্রজেক্টের সদস্যরা টোকেন বিক্রয় করার চেষ্টা করতে পারে।
(২) যেসব কয়েন/টোকেনর ইভেন্ট আসবে, সামনের কিছু মাসের মধ্যে সেসব কয়েন/টোকেন ক্রয় করতে পারেন। যেমন: ADA এর হার্ডফোর্কের জন্য কয়েনটির মূল্য অনেক বৃদ্ধি পেয়েছে এবং আরোও অনেক ডেভেলপমেন্ট হচ্ছে। এরকম ইভেন্ট আসবে যেসব কয়েন/টোকেনের, সেসব কয়েন/টোকেন ক্রয় করতে পারেন।
(৩) যদি ট্রেডিং চার্ট এনালাইসিস করতে পারেন, তাহলে কয়েনমার্কেটের সবচেয়ে সেরা ১০০ টি কয়েন/টোকেনের ট্রেডিং চার্ট বিশ্লেষণ করে ক্রয়/ট্রেড করতে পারেন।
(৪) যেহেতু BSC ( Binance Smart Chain) এর প্রজেক্টগুলোর ভালো করতেছে, সেহেতু আপনি BSC এর পুরাতন প্রজেক্টগুলোর ইভেন্ট অনুযায়ী ক্রয় করতে পারেন।
আশা করি, এসব যথেষ্ট হবে।
