Binance এক্সচেঞ্জ হ্যাক হয়েছিলো ৭ই মে ২০১৯ সালে। হ্যাকাররা ৭০০০+ বিটকয়েন উইথড্র করে নিয়ে গিয়েছিলো বাইন্যান্স থেকে। ঐ ৭০০০ বিটকয়েনের মূল্য ছিলো তখন চল্লিশ মিলিয়ন ডলার। যা বর্তমানে ১০ গুণের বেশি। আপ্সুস লাগে ঐ হ্যাকারদের জন্য, যারা হ্যাক করেও তাদের বিটকয়েনগুলো খাইতে পারেনাই। 
খাইতে পারে নাই কেন বিষয় টা আমি কিলিয়ার না।হাকিং এর ঘটনা টা জানা আছে এবং কারও ফান্ড নষ্ট হয়নি বাইনান্স এ সাফু সিস্টেম থাকার কারনে সবার ফান্ড সংরক্ষিত ছিল।
দুঃখীত, আমার আগের রিপ্লাইয়ে কিছু ভুল ছিলো, এখন ইডিট করে সংশোধন করে নিয়েছি। আমি তখন প্রায়ই কৃপ্টোতে নতুন ছিলাম তাই বিষয়টি নিয়ে সম্পুর্ন জানা ছিলোনা কিন্তু হ্যাক হয়েছিলো এটা জানতাম। তাই ভুলটা করে ফেলছি।

আর হ্যাঁ, বাইন্যান্স হ্যাক হওয়ার পর CZ এটা নিয়ে টুইট করে জানিয়েছিল যে সব বাইন্যান্স ইউজারদের ফান্ড SAFU ছিল।