আজকে ৭৭ জন মারা গেল, খুবই ভয়াবহ অবস্থা যেটা আমরা কখনোই কামনা কারিনী। আসলে আমাদের দোষও কমনা এখানে, কোন নিয়ম বালাই য়ের তোয়াক্কা আমরা করিনি, ইচ্ছামত চলাফেরা করেছি যেটা আমাদের এই ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। নিজে সচেতন না হলে আসলে সরকার কোনদিনও এটাকে কন্ট্রোল করতে পারবেনা। তাই এখনো সময় আছে য়ে যেখানে আছি সেই সেই অবস্থান থেকে সচেতন হতে হবে।