হয়তো আমরা কেউ ধারণা করতে পারি নাই যে রিপল ( XRP) এর দাম এত দ্রুত বৃদ্ধি পাবে এবং 1$ ডলার অতিক্রম করে ফেলবে। গতকালকে রিপল (XRP) এর দাম সর্বোচ্চ 1.48$ ডলারে উঠেছিল। তাহলে কি রিপল 2$ ডলার হিট করতে যাচ্ছে ?
সকল সিনিয়রদের মতামত আশা করছি।
যারা রিপল ও SEC এর মামলাটি নিয়ে নিয়মিত নিজেকে হালনাগাদ রেখেছিল, তাদের কাছে এটি স্বাভাবিক এবং যারা এটি করে নাই,তাদের কাছে হয়তো অবাক করা বিষয়। সকলের জন্য একটি বিষয়টি সহজভাবে বলি, রিপল কোর্টে একটি আবেদন করেছে যে রিপল যদি সিকিউরিটি টোকেন হয় , তাহলে বিটকয়েন এবং ইথিরিয়াম সিকিউরিটি টোকেন নয় কেন? কারণ ইথিরিয়াম ছিল প্রথম আইসিও এবং বিনিয়োগকারীদের থেকে অর্থ উত্তোলন করেছিল। আর এটি রিপলকে মামলাতে বিজয়ী হওয়ার পথে নিয়ে যাচ্ছে। আর এই খবরটিই রিপলকে উর্ধ্বোগতিতে বাড়তে সহযোগিতা করেছিল। এরপর আর একটি আপডেট আসে সেটি হলো কোর্ট SEC এর করা চাওয়া অনুমতিকে বরখাস্ত করে, যেটিতে SEC চাইছিল রিপলের সিইও কিংবা সহ-প্রতিষ্ঠাতাদের ব্যক্তিগত অর্থের উপর নজরদারি করতে। এটিও একটি ভালো খবর যে, রিপল শীঘ্রই এই মামলাটিতে বিজয়ী হবে। আর এই মামলাটি নিয়ে যদি আরো ২-৩টি ভালো খবর চলে আসে , তাহলে রিপল কিন্তু $৫ এর বেশি যাইতে পারে, তার উপর রি-লিস্টিং এর খবর আসলে রিপল সেই ধরনের পাম্প করবে।
