ডগির মত মিমি কয়েনকে চান্দে তোলার পেছনে ইলনমাস্ক বড় ভূমিকা পালন করেছে। যে কয়েন একসময় ১০০০০ এর দাম ছিলো মাত্র ৩ ডলার। উঠালে খরচ পুষাবেনা বলে গেমস খেলে নস্ট করেছি কত বার। আর এখন সেই ১০কে ডগি থাকে ৬০০০+ ডলার। ভাবা যায়?
আমি গতবছর একজনকে $৫ এর ডোজকয়েন দিয়েছিলাম এবং $৫ কম দেখে সেই ব্যক্তি সেই ডোজকয়েনগুলো ওয়ালেটে রেখে দিয়েছিল। কিছুদিন আগে তার এড্রেসে দেখি ওসব ডোজকয়েন এখনো পড়ে আছে, যার মূল্য প্রায় এখন $৬০০+ এবং তাকে জানালাম যে, তোমার ডোজকয়েন ওয়ালেট দেখ। সে ওয়ালেট দেখার পর সেই খুশি।

ইলন মাস্ক এবার ডোজকয়েনকে $১ এর চেয়ে অনেক অধিক মূল্যে নিয়ে যাবে। কারণ ক্রিপ্টো কমিউনিটিতে অনেক জল্পনা-কল্পনা চলতেছে যে, কয়েনবেজ ডোজকয়েনকে লিস্ট করবে। আর এটি যদি সত্য হয়ে যায়, তাহলে ডোজকয়েন অন্য গ্যালাক্সিতে চলে যাবে। কিন্তু যতই এর মূল্য বৃদ্ধি হোক না কেন, যারা সর্বোচ্চ মূল্যে ক্রয় করবে, তারা সকলে একসময় প্রচুর ক্ষতির সম্মুখীন হবে। তাই যারা সাময়িক লাভের জন্য ট্রেড করতেছেন, তারা ডোজকয়েনে লাভ করলেই বের হয়ে যান। কারণ এটির প্রতিষ্ঠাতাই ক্রিপ্টোকারেন্সিকে হাসাঠাট্টার করার জন্য তৈরি করেছিল এবং কোনো ডেভেলপার এই ব্লকচেইনের সুরক্ষার জন্য কাজ করতেছে নাহ।
