
ভাই,আমি একসময় জানতামই না যে অনলাইনে কিভাবে কাজ করে। পরে বিভিন্ন গ্রুপের মাধ্যে এন্ড্রেয়েড ও নেট ট্রিকের ফোরামগুলোর সন্ধ্যান পাই। সেখানে অনেকদিন থাকার পর এ বছরের মাঝ দিকে একজনের দেখা মেলে যার মাধ্যে ফেসবুকের একটি আর্নিং গ্রুপ (বাংলা মার্জিন) এ যোগ দিই এবং সেখান থেকেই প্রথম আয় করি। তখন আবার ছিল পিটিসি সাইট। কিন্তু কি আর বলিবো,তা বেশি দিন থাকলো না। এরপর মাথা খারাপ হয়ে গেল। অন্যান্য ভাল পিটিসি সাইট খোজার জন্য ব্যকুল হয়ে গেলাম। কিন্তু দুর্ভাগ্য যে ভাল কোন সাইট নাই। বাংলা মার্জিন গ্রুপের সৌরভ ভায়ের মাধ্যমে আসা হলো ক্রিপ্টো ফোরাম সাইটে। Deeponion দিয়েই শুরু আমার ফোরামের পথ চলা। কিন্তু এটাও বেশিদিন সইলো না। তাই এখন আবার এই ফোরামে চলে এলাম। আপনার সফলতা এবং আত্মবিশ্বাস দেখে মনে হলো আপনার এবং আপনাদের মত একজনকেই আমি বা আমরা খুজছি,যারা কিনা আমাদের সঠিক পথে সঠিকভাবে গাইড করবে।
অবশেষে একটা কথাই বলবো যে,আপনি আমাদের শিক্ষা দিন,আমরা তা সঠিকভাবে পালন করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই।