সব জেনে বুঝেই মন্তব্য করবেন না বুঝে কোন মন্তব্য পেশ করবেন না।
সবজেনে কথা বলার কথা ভালো বলেছেন, কিন্তু সব তথ্য কেন পেশ করেননি আপনি যখন পোষ্ট লেখেছেন। এখন আসি বর্তমানের মূল্য বৃদ্ধির কাহিনীতে, যেটি আপনিও হয়তো জানেন না। কারণ জানলে হয়তো সেটি প্রথমে বলতেন এরপর এমন কথা বলতেন। ডোজকয়েনের (আমি ডোজকয়েন লেখলাম, এখন অন্যরা একটিকে ডোজকয়েন কিংবা ডোগিকয়েন বলেন, সেটি আপনাদের বিষয়) মূল্য এখন বৃদ্ধির সবচেয়ে বড় কারণ হলো :
ইউএসএ বেস ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ Gemini ও Binance US ডোজকয়েনকে লিস্ট করেছে। কারণ ডোজকয়েনের হাইপ ইউএসএতে অনেক বেশি, এমনকি যারা বিটকয়েনকে স্ক্যাম বলে, তারা পর্যন্ত ডোজকয়েন ক্রয় করে রেখেছে। আর ডোজকয়েনের দৈনিক ট্রেডিং ভলিউম অনেক, আর ইউএসএ এর মধ্যকার ভলিউম সব কম পরিচিত এক্সচেঞ্জগুলো পাইতেছিল । তাই ইউএসএর ট্রেডিং ভলিউম যেন Gemini ও Binance US পায় সেইজন্য তারা এটিকে লিস্ট করে। এতে যারা ইউএসএর বিনিয়োগকারীরা ডোজকয়েন ক্রয় করতে পারে, জনপ্রিয় এক্সচেঞ্জ থেকে। যার কারণেই ডোজকয়েনের মূল্য বৃদ্ধি পেয়েছে। আবার অনেক জল্পনা কল্পনা চলেতেছে যে, কয়েনবেজও লিস্ট করবে যেহেতু Gemini ও Binance US ডোজকয়েনকে লিস্ট করেছে। এছাড়াও eToro ও Bitpay এর মতো বিশ্বখ্যাত কোম্পানি এটিকে নিয়ে টুইট করতেছে এবং তাদের সার্ভিসে সংযুক্তও করেছে। আশা করি, এসব কোম্পানি সম্পর্কে আপনাকে গুগল করতে লাগবে না।
সবগুলোর টুইট লিংক:
Binance Us :
https://twitter.com/BinanceUS/status/1389575582132838408Gemini :
https://twitter.com/Gemini/status/1389559304517206019eToro:
https://twitter.com/eToro/status/1389178570224902145 &
https://twitter.com/eToro/status/1389211910776758272Bitpay:
https://twitter.com/BitPay/status/1388503978309152771
দ্বিতীয় তো, ডোজকয়েন/ডগিকয়েন বৃদ্ধির আসল কারণ আমি পূর্বের পোষ্টে বলে দিয়েছি, যেটি আপনি উল্লেখ করেন নি। নিজেই দেখি নিন:
SNL হলো একটি কমেডি শো এবং সেখানে ইলন মাস্ক যাবেন আরো একজন জনপ্রিয় ব্যক্তির সাথে ৮ই মে তারিখে। সহজ কথায় বলতে গেলে , আ্মরা অনেকেই ইন্ডিয়ান কমেডি শো "কাপিল শার্মা শো" দেখেছি এবং SNL হলো ঠিক সেই রকম একটি শো। আর হয়তো অনেকে এটি সম্পর্কে ভালো করে না জেনেই মনে করতেছে যে, ইলন মাস্ক হয়তো এমন কিছু করবে যে, ডোজকয়েন/ডগিকয়েন অনেক বৃদ্ধি পাবে। তাই এটি ভালো হয় যে, ভালো ধরনের বিশ্লেষণ করুন যেন ভবিষ্যতে ক্ষতির সম্মুখীন না হতে হয়।
আর একটি বিষয়, SNL এ যে উনি ডোজকয়েন কিংবা ডগিকয়েন নিয়ে কথা বলবে, সেটি তিনি আমার লেখা রিপ্লাইয়ের পরে কনফার্ম করেছেন। টুইটের লিংক:
https://twitter.com/gshenanigans1/status/1388611883503128581আমি যখন পোষ্টটিতে রিপ্লাই দেই সেদিনের তারিখ আর ডোজকয়েন/ডগিকয়েন নিয়ে কথা বলার বিষয়টি কনফার্ম করার তারিখ নিজেই দেখে নিয়েন। আর একটি কথা, ডোজকয়েন/ডগিকয়েন হাইপে আছে ইলন মাস্কের জন্য, এমন নাহ যে কোনো ভালো ইভেন্ট আসতেছে। তাই ইলন মাস্ক যতদিন হাইপ চালাবে ততদিন বৃদ্ধি পাবে। আর ভুল করে কোনো হ্যাকার যদি ডোগকয়েন/ডগিকয়েন ব্লকচেইনে ৫১% অ্যাটাক করে, তাহলে আসল খেলা শুরু হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
