Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: May the 4th be with you
ভাই এখানে কাজ শুরু করতে হলে আমাদের কে কি জুনিয়র মেম্বার হতে হবে?যদি দয়াকরে বলতেন?
আমার প্রবলেম আমি এই সাইটে নতুন, আমি পিটিসি সাইটে কাজ করি। এই সাইট সমন্ধে আমার কোনো ধারোনা নেই, আমি আপোনাদের কাছে সহয়োগিতা কামোনা করছি ।
কিছুই বুছতে পারছি না, দয়া করে সহযোগিতা করুন.....।
কমেন্ট রিপ্লাই গুলা কি পোস্ট হিসাবে ধরে নেয়??
Bai ...Point golo. Ki kaje lage..Point goloi ki token???
আল্ট্রাকয়েনে কি বিকয়েনের মতো সিস্টেম আছে। ফুল মেম্বার হলো কি সরাসরি ডলার দিবে। নাকি অন্য সকল বাউন্টির মতো পেমেন্ট কখন করবে তার কোন নিশ্চয়তা নেই। ফুল মেম্বার জন্য আলাদা কোন বাউন্টি আছে কি। জুনিয়র মেম্বার ও ফুল মেম্বার কি একই ইনকাম পাবে নাকি ফুল মেম্বাররা বেশি ইনকাম পাবে।।।
আপনাদের দোয়ায় এবং সৃষ্টিকর্তার কৃপায় আমি এই সেকশনের মডারেটর নির্বাচিত হয়েছি। এডমিনকে কৃজ্ঞতা জানাই আমাকে নির্বাচিত করার জন্য! এই ফোরাম সম্পর্কে আপনাদের যে কোন সহযোগিতা লাগলে অবশ্যই আমাকে এই থ্রেডে কমেন্ট করার মাধ্যমে অবহিত করবেন! আমি আপনাদের সমাধান দিতে চেষ্টার কমতি করব না ইনশাআল্লাহ! যে কোন বিষয়ে আমি আপনাদের হেল্প করব! ফরামের আইন-কানুন গুলো পর্যায় ক্রমে আপনাদের সুবিধার্তে বাংলায় অনুবাদ করে এই সেকশনে পোস্ট করা হবে! তার পূর্ব পর্যন্ত আপনাদের সকলের কাছে অনুরোধ থাকছে http://www.altcoinstalks.com/index.php?action=help এই লিংকে গিয়ে ফরামের রুলস গুলো ভাল করে পড়ে বুঝার চেষ্টা করুন। বুঝতে না পারলে আমাকে এই থ্রেডের মাধ্যমে অবহিত করবেন! দয়া করে কেউ আইন ভঙ্গ করবেন না। আমি আমার সম্মান ধরে রাখার জন্য অত্যান্ত সততার সাথে কাজ করে যেতে চাই! এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য!ধন্যবাদ সবাইকে!