Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Community Awards Winners
Quote from: Logitech50 on June 07, 2021, 12:38:41 PMআমার কাছে সবচেয়ে প্রিয় বাউন্টি ম্যানেজার হিসেবে পছন্দ হয় যারা সৎ নিষ্ঠাবান এবং পেমেন্ট দানকারী। এসব ম্যানেজারকে আমার সবচেয়ে বেশি পছন্দ হয় যেমন Yahoo62278 Bubblex Bounty Detective এই তিনজন সৎ ম্যানেজার আমার সবচেয়ে বেশি পছন্দ কারণ তারা সব সময় প্রজেক্টর চালানোর পর পেমেন্ট করে দেয়। যার কারণে সবাই তাদের পছন্দ করে থাকে।ভাই ফেরারিট ম্যানেজার দিয়ে কি করবেন? পেমেন্ট হল বড় বিষয়। ম্যনেজারতো আর পেমেন্ট দেয়না পেমেন্ট দেয় টিম তাই আসলে ম্যানেজারের দোষ, গুন গেয়ে আমাদের কোন লাভ নাই। কারন বাউন্টি ডিটেকটিভ এর কথা ধরুন, বর্তমান সময়ে সে জনপ্রিয় ম্যনেজার একসময় ছিল ইয়াহু কিন্তু স্টুডেন্ট কয়েন যখন দিলনা তখন ডিটেকটিভ অনেক চেষ্টা করেও টিম থেকে কয়েন আনতে পারলনা তাহলে তার জনপ্রিয়তা কোথায় গেল? সেরকম সব ম্যানেজারের ক্ষেত্রেও হয়। তাই আমাদের মনেহয় জনপ্রিয় ম্যনেজার খুঁজে লাভ নাই।
আমার কাছে সবচেয়ে প্রিয় বাউন্টি ম্যানেজার হিসেবে পছন্দ হয় যারা সৎ নিষ্ঠাবান এবং পেমেন্ট দানকারী। এসব ম্যানেজারকে আমার সবচেয়ে বেশি পছন্দ হয় যেমন Yahoo62278 Bubblex Bounty Detective এই তিনজন সৎ ম্যানেজার আমার সবচেয়ে বেশি পছন্দ কারণ তারা সব সময় প্রজেক্টর চালানোর পর পেমেন্ট করে দেয়। যার কারণে সবাই তাদের পছন্দ করে থাকে।