22,550 বিটকয়েন সামগ্রিকভাবে গতকাল এক্সচেঞ্জ থেকে প্রত্যাহার করে। যার কারণে মার্কেট এত নিম্ন পর্যায়ে চলে এসেছে। এটি এই বছরের মধ্যে সবচেয়ে বড় নেট প্রবাহ।
আপনি Inflow ও Outflow এই দুইটি শব্দ সম্পর্কে ভালোভাবে জানার পর পোষ্টটি করলে ভালো হইতো , কারণ আপনি যেটিকে কারণ দেখাচ্ছেন সেটি ভুল। প্রথমেই Inflow ও Outflow এই দুইটি শব্দটি সকলের জন্য পরিচয় করে দিয়ে, আসল কারণটি বলবো। Inflow মানে কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান নিজেদের ওয়ালেট থেকে বিটকয়েনকে এক্সচেঞ্জে ডিপোজিট করতেছে লিকুইডেট/বিক্রি করার জন্য এবং Outflow মানে এক্সচেঞ্জ থেকে কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান বিটকয়েনকে নিজেদের ওয়ালেটে উইথড্র করেছে হোল্ডিং করার জন্য। এখন আসি উপরের দেয়া চিত্রটিতে, glassnode এর ওই চিত্রটি হলো Net inflow and outflow graph, যার মানে হচ্ছে, সবুজ রঙের গ্রাফটি হলো inflow কিংবা এক্সচেঞ্জে ডিপোজিট হওয়ার নির্দেশক এবং লাল রঙের গ্রাফটি হলো outflow কিংবা এক্সচেঞ্জ থেকে কেউ বিটকয়েন ক্রয় করার পর নিজের ওয়ালেটে উইথড্র করেছে। তাহলে বলুন, কেউ যদি 22,550 বিটকয়েন ক্রয় করে এবং নিজের ওয়ালেটে উইথড্র করে, কেমন করে সেটি বিটকয়েনের মূল্য কমাবে বরং বিটকয়েনের মূল্য বৃদ্ধি পাবার কথা।

এখন আসি মূল্য কারণটিতে, প্রথমত বিটকয়েন নিয়ে ট্রাম্প মন্তব্য করেছে এবং এটিকে স্ক্যাম বলেছে এবং দ্বিতীয়ত চীনের অনবরত ফড ( FUD ) কিংবা গুজবের কারণে বিটকয়েনের মূল্য কমে যাচ্ছে। আজকেই প্রায় ২-৩ টি গুজব চীন ছড়িয়েছে, যেমন: চীনের সকল সার্চ ইঞ্জিনে "বাইন্যান্স, হুয়োবি" এসব শব্দকে ব্লক করা হয়েছে। আসা করি, বিষয়টি বুঝতে পেরেছেন এবং পোষ্টটি সংশোধন করে নিয়েন, যেন অন্যান্যরা ভুল বিষয় না জানতে পারে।
