বিটকয়েনের প্রচলন এখন বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত বাড়ছে। সম্প্রতি কানাডার ভ্যাঙ্কুভারে তিন তরুণ উদ্যোক্তা গত মঙ্গলবার বিটকয়েনে লেনদেন করার সুবিধাযুক্ত প্রথম এটিএম বুথ চালু করেছেন। বাজারবিশ্লেষকেরা বলছেন, বিটকয়েনভিত্তিক স্বয়ংক্রিয় গণনাযন্ত্র (এটিএম) স্থাপনের ফলে লেনদেনে নতুন মাত্রা যুক্ত হলো।
ধারণা করা হচ্ছে, মুদ্রা হিসেবে প্রতিষ্ঠিত করতে এটি বিটকয়েনকে আরও এগিয়ে নিয়ে যাবে। বিশ্বের প্রথম দেশ হিসেবে জার্মানি এ বছর বিটকয়েনকে ব্যক্তিগত মুদ্রা বা ‘প্রাইভেট কারেন্সি’ হিসেবে ঘোষণা করেছে। সান ফ্রান্সিসকো, বার্লিন ও আর্জেন্টিনায় ব্যাপক সমাদৃত এখন বিটকয়েন। অনলাইন কোম্পানিগুলোও এখন ভারচুয়াল মুদ্রা ব্যবহারের কাজ শুরু করছে। মাদক, চোরাচালান, অবৈধ অস্ত্র ব্যবসা ও অন্যান্য বেআইনি ব্যবহার ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্র ও কানাডার সরকার বিটকয়েনের গ্রাহকদের নিবন্ধনের আওতায় আনার চিন্তাভাবনাও করছে।