আমি ক্রিপ্টোকারেন্সি ফোরামে নতুন। তাই আমার ততটা ধারণা এখনো হয়নি আপনি টোকেন হোল্ড করে রাখলে কতটা লাভবান হতে পারবেন । সিনিয়র ভাইয়েরা এখানে গুরুত্বপূর্ণ পোস্ট করেছে। যেটা দেখে আপনার অনেকটাই কাজে দিবে । আশা করব সিনিয়র ভাইয়াদের ফলো করুন এবং তাদের পোস্ট গুলো ভালোভাবে করে বোঝার চেষ্টা করুন । ধন্যবাদ
আপনাকে কেউই ঐভাবে স্পেসিফিক সাজেশন দিতে পারবে না, আর যদি দিয়ে থাকে তাহলে নিঃসন্দেহ সে কিছু একটা খাইছে। আপনি একেবারে নতুন পরিচয় হইছেন ক্রিপ্টোর সাথে, আর এখনই ইনভেস্টমেন্টের চিন্তা করতেছেন, আইসব আইডিয়া আসে কোথা থেকে আপনাদের? আমার এডভাইস থাকবে আগে এই সেক্টরটা নিয়ে স্টাডি করেন, তারপর ইনভেস্টমেন্টের কথা ভাইবেন।
আমি আপনার ভালোর জন্যই বলতেছি। কারণ যারা বড় বড় ট্রেডার ইনভেস্টর তারাও মারা খায়/খাচ্ছে। বাট তাদের এসবে এক্সপেরিয়েন্স থাকায় সহজে এসব ওভারকাম করে আসতে পারতেছে। কিন্তু আপনি যদি ইনভেস্টমেন্ট করে মারা খান তাহলে কপালে হাত দিয়ে বসে থাকতে হবে।
মনে রাখবেন ক্রিপ্টো মার্কেট অনেক ভলাটাইল হয়, মানে উঠানামা করে। সো কেউই সিউর হয়ে কোনো কয়েন রেফার করতে পারেনা। আমরা যারা ইনভেস্টমেন্ট করি, তারা অনেক জিনিস চেক করি আগে, যেমন টোটাল সাপ্লাই কেমন, মার্কেট ক্যাপ কেমন, প্রজেক্টের ইউটিলি আছে কিনা, মার্কেট সেন্টিমেন্ট কেমন, বিশ্বের পরিস্থিতি ইত্যাদি। এতো কিছু দেখার পরেও গ্যারান্টি নাই। আমরা যা দেই তা হলো পূর্ববর্তী বছরগুলো প্যাটার্ন ফলো করে একটা অনুমান মাত্র। অনেকটা আবহাওয়াবিদরা যেমন, আর্দ্রতা, বাতাসের বেগ, তাপমাত্রা দেখে বৃষ্টি হবে কিনা তার এতটা সম্ভাব্য ফরকাস্ট দেয়, অনেকটা ওমন।
সেইফজোনে থাকতে চাইলে বিটকয়েনের দিকে যান। তবে আমি মনে করি এখন ইনভেস্টমেন্ট না করাই বেটার। সবকিছুই একটা টাইমিং আছে। আর বিটিসি ইনভেস্টমেস্ট মানে লং টাইম হোল্ড করতে হবে, যা করার ধৈর্য সবার নাই।
শেষে একটা কথা বলবো, সবসময় মনে রাখবেন, "
Don't put all the eggs in the same basket", মানে এক ঝুঁড়িতে সব ডিম রাখবেন না। মানে বোঝানো হইছে, সবসময় চেষ্টা করবেন ইনভেস্টমেন্ট গুলো যেনো ছড়ায়ছিটিয়ে থাকে। কখনো একটা প্রজেক্টের উপর সব ইনভেস্টমেন্ট রাখবেন না।