কিছুদিন যাবত আমি দেখতে পাচ্ছি বাংলা সেকশনের অনেক জুনিয়র এবং নতুন ইউজার গুলো ট্রেডিং সম্পর্কে জানার চেষ্টা করছে। যারা ট্রেডিং সম্পর্কে জানতে চান তাদের জন্য আজকের এই গাইডলাইন।
ট্রেডিংয়ের জন্য সাপোর্ট এবং রেসিস্টেন্স একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং বা ফরেক্স ট্রেডিং হোক না কেন।
সাপোর্ট এবং রেসিস্টেন্স বের করার জন্য ভিন্ন ভিন্ন নিজস্ব প্যাটার্ন রয়েছে। যার উপর নির্ভর করে প্রত্যেকেই নিজ নিজ পদ্ধতিতে সাপোর্ট এবং রেসিস্টেন্স এরিয়া গুলো খুজে বের করে।
চলুন দেখে নেওয়া যাক সাধারন দৃষ্টিতে সাপোর্ট এবং রেসিস্টেন্স এরিয়া গুলো।

সাপোর্ট এবং রেসিস্টেন্স
উপরের ছবিতে দেখতে পাচ্ছেন কোন কোন এরিয়াকে সাপোর্ট এবং কোন গুলোকে রেসিস্টেন্স হিসেবে ধরা হয়েছে।
যখন মার্কেট উপরের দিকে মুভ করে একটি জায়গা থেকে আবার ব্যক করে তখন মার্কেট নিচের দিকে ব্যক করার পূর্বে সর্বচ্চ যে জায়গা থেকে ব্যক করেছে তাকে রেসিস্টেন্স হিসেবে ধরা হয়।
প্রতিটি রেসিস্টেন্স এরিয়া সেলারদের অধিক উপস্থিতিকে বুঝিয়ে থাকে।
আবার অপর দিকে মার্কেট যখন মুভ করে ডাউন যেতে যেতে একটি জায়গা থেকে আবার উপরের দিকে যেতে শুরু করে তখন যে জায়গা থেকে আবার মার্কেট উপরের দিকে যেতে শুরু করে তখন সেই এরিয়াকে সাপোর্ট হিসেবে ধরা হয়।
প্রতিটি সাপোর্ট এরিয়া বাইয়ারদে অধিক উপস্থিতিকে বুঝিয়ে থাকে।
এইভাবে মার্কেট যতবার উপরে এবং নিচের দিকে যেতে থাকবে ততবারই একটি করে সাপোর্ট এবং রেসিস্টেন্স তৈরি করতে থাকবে।