বর্তমানে বিটকয়েন এবং প্রায় সকল অল্টকয়েনগুলো বৃদ্ধি পাচ্ছে, কারণ বিটকয়েন আবার নতুন মূল্য তৈরি করেছে। আর সবাই খুবই আশাবাদী যে, বিটকয়েন $১০০ হাজার ডলারের পৌছাবে যাবে। কিন্তু অনেকেই বিভিন্ন অল্টকয়েনকে এখন ক্রয় করতেছে যে, বিটকয়েনের যখন আরো বৃদ্ধি পাবে এবং এরপর অল্টকয়েনের বুলরান চালু হবে। আর বর্তমানে বিভিন্ন ধরনের Layer2 solution কিংবা scalable chain চালু হচ্ছে। সেগুলোর মধ্যে একটি হলো Harmony আর এটি ইতিমধ্যে অনেক বৃদ্ধি পেয়েছে। যদিও এই ফোরামে আমি পূর্বে এটি নিয়ে পোষ্ট করি নাই কিন্তু
টেলিগ্রামে পোষ্ট করেছিলাম যে, Harmony বিটকয়েন বৃদ্ধি পাবে। আর এটি ইতিমধ্যে ৩০% বৃদ্ধি পেয়েছে। তবে আমি মনে করি, Harmony সম্ভবত আরো বৃদ্ধি পাবে এবং $১ থেকে $২ পৌছাতে পারে। যদি বিটকয়েন ও মার্কেটের অবস্থা ভালো থাকে।
আপনাদের Harmony প্রজেক্টটি কেমন লেগেছে এবং এটি কি $১-$২ এ পৌছাতে পারবে? সকলের মতামতের অপেক্ষায় রইলাম। 