অনেেই জানেন না কিভাবে একটি ETHER20 আইডি তৈরি করতে হয়! এই থ্রেডটি তাদের জন্যই। ফোরামের অধিকাংশ কাজের পেমেন্ট পাবেন ETHER20 আইডির মাধ্যমে! MyEtherWallet বা MEW হচ্ছে জন প্রিয় একটি ETHER20 সাইট।
১. প্রথমে এইলিংকে যান
https://www.myetherwallet.com/ ড্রপ ডাউন মেনুটি ভাল করে লক্ষ করুন। স্টেপ বাই স্টেপ এগিয়ে যান এবং ড্রপ ডাউন মেনুটি অপসারন করুন।
২. Enter a password সেকশন পাসওয়ার্ড দিন। পাসওয়ার্ডটি অবশ্যই গোপন ভাবে সেভ করে সংরক্ষণ করবেন!
নিচের পিকচারটি লক্ষ করুন।

৩. Create New Wallet অপশনে ক্লিক করুন। এরপর Keystorefile টি ডাউনলোড করুন। লাল চিন্হিত লেখা I understand. and Continue. লিখায় ক্লিক করুন।
নিচের পিকচারটি লক্ষ করুন

৪. নিচের ছবিতে দেখানো লাল বৃত্তের মধ্য থাকা আপনার একাউন্টের গোপন কী Private Key টি কপি করে সেইভ করে রাখুন।

৫. আবার চলে যান MEW এর হোম
https://www.myetherwallet.com/ ড্রপডাউন মেনু অপসারণ করুন।
৬. View Wallet Info মেনুতে ক্লিক করুন! নিচের ছবিতে পদ্ধতি দেখানো হয়েছে।

৭. এর পর How would you like to access your wallet? এই লেখার নিচে থেকে ছবিতে দেখানো পদ্ধতি অনুসরণ করলে ২ নং অপশন আসবে সেখানে ফাকা বক্সে যদি প্রাইভেট কী পেস্ট করেন তবে ৩ নং অপশন আসবে! ৩ নং অপশনে ক্লিক করলেই আপনি আপনার আইডসহ ব্যালেন্স ইনফরমেশন দেখতে পারবেন।

৮. মনে রাখবেন আপনার এড্রেস এবং প্রাইভেট কী-ই আপনার সম্পদ! এই দুটির মধ্যে প্রাইভেট কী যদি একবার হারিয়ে ফেলেন তবে আপনার আইডি আর ফিরে পাবেন না। প্রাইভেট কী একবার হারালে আর ফিরে পাবেন না এবং প্রাইভেট কী ছাড়া আপনার আইডিও আর ব্যবহার করতে পারবেন না। তাই এই দুইটি জিনিষ এমন স্থানে সংরক্ষন করুন যাদে আপনার পিসির হার্ডডিস্ক নষ্ট হলেও এই দুইটি অক্ষত থাকে। আর ভুলেও অনলাইনের কোন অপেন জায়গায় কাউকেই প্রাইভেট কি সাবমিট করবেন না। আপনার প্রাইভেট কী যেই জানতে পারবে সে আপনার সকল ডলার ট্রান্সফার করে নিতে পারবে।